তরুণ শিক্ষকরাই পেশার ভবিষ্যৎ - দৈনিকশিক্ষা

তরুণ শিক্ষকরাই পেশার ভবিষ্যৎ

দৈনিকশিক্ষা ডেস্ক |

দেশে দেশে শিক্ষকরা আজ বিশ্ব শিক্ষক দিবস পালন করছেন। এ বছর ইউনেস্কো বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘তরুণ শিক্ষকরাই পেশার ভবিষ্যৎ’। এতে যুক্তি আছে স্বীকার করতে হবে। তরুণদের পক্ষেই শিক্ষাব্যবস্থার ধমনিতে নতুন সৃজন, ভাবনা সংযোজন এবং পুরনো জট ও জঞ্জাল অপসারণ তুলনামূলকভাবে অনেক সহজসাধ্য। কিন্তু সে জন্য নিশ্চিত হওয়া দরকার তরুণসমাজ শিক্ষকতায় আকৃষ্ট হচ্ছে কি না। দেশ-বিদেশের তথ্য পরিসংখ্যানে এখন এটা স্পষ্ট- ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও সিঙ্গাপুরের কথা বাদ দিলে পেশা হিসেবে শিক্ষকতা তরুণ, এমনকি মধ্য বয়সীদেরও খুব একটা আকর্ষণ করে না। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্রসহ অনেক উন্নত দেশেই তরুণদের কাছে পেশা হিসেবে শিক্ষকতা তাদের অগ্রাধিকার তালিকায় নেই। এমনকি তরুণদের একটা উল্লেখযোগ্য অংশই এ পেশা ছেড়ে দেয়ার পক্ষে। যুক্তরাজ্যে বেশি কাজ ও কম বেতনের কারণে যাদের বয়স ৩৫ বছরের কম, তাদের প্রায় অর্ধেকসংখ্যক শিক্ষক আগামী ৫ বছরের মধ্যে শিক্ষকতা ছেড়ে দিতে পারেন বলে ন্যাশনাল ইউনিয়ন অব টিচার্সের এক জরিপে জানা যায়। আমেরিকায় ৪১ শতাংশ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষক পেশায় যোগদানের ৫ বছরের মধ্যে পেশা ত্যাগ করেন বলে ইউনেস্কো বিশ্ব শিক্ষক দিবস-২০১৯ উপলক্ষে প্রকাশিত ধারণাপত্রে উল্লেখ করেছে। শনিবার (৫ অক্টোবর) যুগান্তর পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে এ তথ্য জানা যায়।

আরও দেখুন: বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শুরু হলো যেভাবে (ভিডিও)

নিবন্ধে আরও বলা হয়, বাংলাদেশে সরকার থেকে বেতন-ভাতাপ্রাপ্তির জন্য যোগ্যতার সব শর্ত পূরণ সত্ত্বেও এমপিও না পেয়ে বেসরকারি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ে পাঠদানকারী শত শত শিক্ষক যেমন অনিচ্ছা সত্ত্বেও পেশা ছেড়ে যেতে বাধ্য হয়েছেন, একইভাবে একই যোগ্যতার অধিকারী অন্যান্য পেশায় কর্মরতদের থেকে বেতন-ভাতা ও সামাজিক মর্যাদা কম হওয়ার কারণেও শিক্ষকতা থেকে দূরে চলে গেছেন। এ প্রেক্ষাপটে ইউনেস্কো বিশ্ব শিক্ষক দিবসে এ বছর যে প্রতিপাদ্য নির্ধারণ করেছে, তাতে এটা বুঝতে বেগ পেতে হয় না যে, শিক্ষকতা পেশায় তরুণদের প্রত্যাশার প্রতিকূলে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে, সেদিকে সবার দৃষ্টি আকর্ষণ করে সৃজনশীল তরুণদের পক্ষে অবস্থান তৈরি এর লক্ষ্য।

দেশের ১০ লক্ষাধিক শিক্ষক বিশ্ব শিক্ষক দিবস পালন করবেন। দেশে প্রাথমিক বাদ দিলে পরবর্তী শিক্ষা স্তরগুলোর ৯০ শতাংশের বেশি বেসরকারি হলেও সেখানে পাঠরত শিক্ষার্থী ও কর্মরত শিক্ষক উভয়েই বৈষম্য-বঞ্চনার শিকার। বঞ্চনা বুকে পুষে না রেখে তা থেকে মুক্তির লক্ষ্যে আত্মানুসন্ধানে ভর করে এবং আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে আন্তর্জাতিক শিক্ষক সম্প্রদায়ের সঙ্গে সংহতির বন্ধনে আবদ্ধ হয়ে শিক্ষকতা পেশায় নবীনের আগমন নিশ্চিতে নেবেন সংগঠিত, সুচিন্তিত পদক্ষেপ। দল-মতের ঊর্ধ্বে উঠে অতীতের মতো প্রত্যাশা পূরণে তারা আস্থা রাখতে চান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ওপর।

অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ : বাষট্টির শিক্ষা আন্দোলনের অন্যতম সংগঠক, জাতীয় শিক্ষানীতি ২০১০ প্রণয়ন কমিটির সদস্য।

দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার চাকরির বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা - dainik shiksha চাকরির বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা স্কুলে গ্রীষ্মের ছুটি কি এপ্রিলে এগিয়ে আনা দরকার? - dainik shiksha স্কুলে গ্রীষ্মের ছুটি কি এপ্রিলে এগিয়ে আনা দরকার? কলেজের শিক্ষকদের ডিজিটাল বদলির আবেদন শুরু রোববার - dainik shiksha কলেজের শিক্ষকদের ডিজিটাল বদলির আবেদন শুরু রোববার বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর - dainik shiksha বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী - dainik shiksha দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0033209323883057