দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষা প্রতিমন্ত্রী - Dainikshiksha

দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষা প্রতিমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি |
দক্ষ জনশক্তি তৈরি ও অর্থনৈতিক মুক্তি অর্জনে কারিগরি শিক্ষার বিকল্প নেই। বাংলাদেশকে মধ্যম ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। 
 
শুক্রবার (২৩ মার্চ) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ‘২০২০ নাগাদ এনরোলমেন্ট অর্জনে করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। 
 
তিনি বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে দেশের অর্থনৈতিক ও প্রযুক্তির উন্নয়ন করা সম্ভব। এতে বেকারত্ব দূর হবে এবং বৈদেশিক শ্রমবাজার পাবে। বাংলাদেশ ইতোমধ্যেই উন্নয়নের মহাসড়কে পরিণত হয়েছে। 
 
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও গতিশীল নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। জনগণের ভাগ্যের পরিবর্তন হয়েছে, শিক্ষার মান বেড়েছে, মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে। ২০০৯ সালে কারিগরি শিক্ষার হার ছিল শতকরা এক ভাগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচিন্তিত মতামত ও টেকনোলজি পরিবর্তনের কারণেই তা বেড়ে ১৪ শতাংশে উন্নীত হয়েছে। এটি ২০২০ সাল নাগাদ ২০ শতাংশে উন্নীত করার প্রচেষ্টা সরকারের রয়েছে।
 
উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবার এ সরকারকে ক্ষমতায় রাখা দরকার বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
 
কারিগরি বিভাগের শিক্ষা সচিব মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে কারিগরি শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাস, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের, বিশিষ্ট অ্যাডভোকেট শফিকুল হোসেন বক্তৃতা করেন।
উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ - dainik shiksha উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন - dainik shiksha জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো - dainik shiksha ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা - dainik shiksha তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা স্মার্ট বাংলাদেশ নির্মাণ ও ‘বিশ্ব বই দিবস’ - dainik shiksha স্মার্ট বাংলাদেশ নির্মাণ ও ‘বিশ্ব বই দিবস’ শিক্ষার মান পতনে ডক্টরেট লেখা বন্ধ জার্মান পাসপোর্টে - dainik shiksha শিক্ষার মান পতনে ডক্টরেট লেখা বন্ধ জার্মান পাসপোর্টে please click here to view dainikshiksha website Execution time: 0.0067121982574463