দপ্তরি ও শিক্ষার্থী যখন শিক্ষকের ভূমিকায়! - দৈনিকশিক্ষা

দপ্তরি ও শিক্ষার্থী যখন শিক্ষকের ভূমিকায়!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি |

নিয়ামতপুর উপজেলার ভাদরণ্ড লক্ষ্মীতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি ও শিশুশিক্ষার্থী দিয়ে চলছে পড়ানোর কাজ। শিক্ষক সংকটের কারণে এমনটি ঘটছে প্রতিদিন। ফলে ওই স্কুলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। এ নিয়ে অভিভাবক মহলে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ ও চরম অসন্তোষ। 

দিনের পর দিনে এ ঘটনার পুনরাবৃত্তি  হওয়ায় শিশুদের ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে সংশয়। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি জেনেও কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে এমন অভিযোগ অভিভাবকদের।

স্কুলটির প্রধান শিক্ষক নাজমুল হক বলেছেন, শিক্ষক সংকটে তার স্কুলে ক্লাস নিতে খুব সমস্যা হচ্ছে। প্রথম শিফটে একই সঙ্গে চলে শিশু, প্রথম, দ্বিতীয় ও পঞ্চম শ্রেণির ক্লাস। এ কারণেই দুজন শিক্ষকের একজনকে এক শ্রেণি থেকে আরেক শ্রেণিতে ছুটে বেড়াতে হয় সবসময়। এজন্য মাঝে মধ্যে বাধ্য হয়েই শিক্ষার্থীদের দিয়ে ক্লাস সামলাতে হয়। 

প্রধান শিক্ষক জানান, বিষয়টি শিক্ষা অফিসকে একাধিকবার জানানো হলেও শিক্ষক সমন্বয়ের মাধ্যমে এ সমস্যা সমাধানের কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছেন না কর্তৃপক্ষ। স্কুল সূত্রে জানা যায়, বর্তমানে স্কুলে  ছাত্রছাত্রী সংখ্যা শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৩১০ জন। অনুমোদিত শিক্ষক পদের সংখ্যা প্রধান শিক্ষকসহ ৮ জন। অথচ কোজ করছেন মাত্র ৩ জন শিক্ষক। এদের একজন দাফতরিক কাজে উপজেলা সদরে গেলে বা ছুটিতে থাকলে এতগুলো ছাত্রছাত্রীকে ৪টি শ্রেণিকক্ষে ধরে রাখতে হয় মাত্র দুজন শিক্ষককে।

গত ১২ জানুয়ারি সরেজমিন উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে শ্রীমন্তপুর ইউনিয়নে অবস্থিত ভাদরণ্ড লক্ষ্মীতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ৫ম শ্রেণির শিক্ষার্থী মুনেম শাহরিয়ার তার নিজের ক্লাসে অংক পড়াচ্ছে। ঘড়িতে তখন বেলা ৯টা ৫০ মিনিট। দ্বিতীয় শ্রেণিতে পড়াচ্ছেন সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেন। প্রথম শ্রেণিতে সহকারী শিক্ষক মেরীনা সিদ্দিকা এবং প্রাক-প্রাথমিকে পড়াচ্ছেন স্কুলোর দপ্তরি রুজবেল আহমেদ। 

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী স্মৃতি, মায়িশা ও সাব্বির জানায়, বছরের শুরুতেই তারা নতুন বই পেলেও তাদের স্কুলে স্যার কম থাকায় ঠিকমতো লেখাপড়া হয় না। স্কুলের এসএমসির সভাপতি এরফান আলী জানান, শিক্ষকের এ অবস্থা। 

উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম বলেন, স্কুলে শিক্ষক সংকট রয়েছে। শিক্ষক সংকট নিরসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।

অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি - dainik shiksha চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.006464958190918