দুই পরীক্ষার্থীসহ সড়ক দুর্ঘটনায় নিহত ১০ - দৈনিকশিক্ষা

দুই পরীক্ষার্থীসহ সড়ক দুর্ঘটনায় নিহত ১০

দৈনিকশিক্ষা ডেস্ক |

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ১০ জন। কিশোরগঞ্জ ও দিনাজপুরের কাহারোলে ২ পিইসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

এছাড়া রাঙ্গামাটির কাউখালীতে কলেজছাত্রী, রাজধানীর শাহআলী ও খুলনার তেরখাদায় ২ শিশু, নাটোরের লালপুরে ট্রলিচালক, চট্টগ্রামে রিকশাযাত্রী, ফরিদপুরের ভাঙ্গায় বৃদ্ধ, শরীয়তপুরের ভেদরগঞ্জে ইজিবাইক যাত্রী এবং নীলফামারীর ডিমলায় প্রেস মালিক নিহত হয়েছেন।

লক্ষ্মীপুরের কমলনগরে আহত হয়েছে ২০ বাসযাত্রী। এ নিয়ে ২০১ দিনে প্রাণ গেল ১৫৪৭ জনের। স্টাফ রিপোর্টার, ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

রাজধানী : রাজধানীর শাহআলী থানার মিরপুর কমার্স কলেজের পাশে রোববার সকালে কাভার্ডভ্যানের চাপায় নিহত হাফিজ মিয়া (৮) তার মা পাখি বেগমের সঙ্গে মিরপুর-১ এর ঝিলপাড় বস্তিতে ফারুকের বাড়িতে ভাড়া থাকত। তাদের বাড়ি ভোলার দীঘলবাড়ি এলাকায়।

রাঙ্গামাটি ও কাউখালী : রাঙ্গামাটিতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত কলেজছাত্রীর নাম এশিনচিং মারমা (২০)। রোববার সকালে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে কাউখালীর ঘাগড়া কলাবাগান নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এশিনচিং মারমা রাঙ্গামাটি সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের শামুকছড়ি গ্রামের থোয়াই চিং মারমার মেয়ে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৫ জন।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে পিইসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় নিহত লাজুক আক্তার (১১) সদরের মারিয়া এলাকার ইমরান মিয়ার মেয়ে। রোববার দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি মারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে ৮ শিশু একটি অটোরিকশায় বাড়ি ফিরছিল। পথে ৬ জন নেমে যাওয়ার পর ট্রাকটি অটোরিকশাকে চাপা দেয়। আহত অপর শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিনাজপুর : কাহারোলে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিন রোববার পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে প্রাইভেটকার চাপায় নিহত পিইসি শিক্ষার্থীর নাম আসমা খাতুন (১১)।

সে উপজেলার ইটুয়া গ্রামের মন্টু মিয়ার মেয়ে ও ইটুয়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। পূর্ব মল্লিকপুর এম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী সে। রোববার দুপুরে এগারো মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

খুলনা : তেরখাদা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত মো. শাহিম (৬) কাটেঙ্গা গ্রামের আবদুল গণি মোল্লার ছেলে। বাইসাইকেল নিয়ে শিশুটি তেরখাদা কিন্ডারগার্টেন স্কুলে যাওয়ার পথে রোববার সকালে দুর্ঘটনার শিকার হয়।

লালপুর (নাটোর) : নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় নিহত ট্রলিচালক সম্রাট (৩০) বালিতিতা ইসলামপুর গ্রামের আহসান হোসেনের ছেলে। রোববার তিলোকপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা (ফরিদপুর) : ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের খাটরা মুন্সীবাড়ি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত বৃদ্ধের নাম সাত্তার হাওলাদার (৭৫)। বগাইল-আটরশি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি খাটরা গ্রামের বাসিন্দা।

চট্টগ্রাম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় নিহত ব্যাটারিচালিত রিকশার যাত্রীর নাম সমর শীল (৫০)। পটিয়া উপজেলার ভাটিখাইন চার রাস্তার মোড়ে রোববার সকালে এ দুর্ঘটনায় আরও ২ জন আহত হন। সমর শীল উপজেলার কচুয়া ইউনিয়নের মৃত মনিন্দ্র শীলের ছেলে।

ভেদরগঞ্জ (শরীয়তপুর) : ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নে নসিমনের ধাক্কায় ইজিবাইক উল্টে নিহত রেজিয়া বেগম (৫৫) ছয়গাঁও ইউনিয়নের বাসিন্দা শাহাবুদ্দিন মুন্সির স্ত্রী। রোববার দুপুরে ভেদরগঞ্জ-কার্তিকপুর সড়কের মোল্যাবাড়ির মোড়ে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হন ৫ জন।

ডিমলা (নীলফামারী) : ডিমলায় মোটরসাইকেল-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত শরিফুজ্জামান দিদার (৩৫) ডিমলা বাবুরহাট বাজারের জামান প্রেসের মালিক। উপজেলার রংপুর প্রধান সড়কের ছোটপুল নামক স্থানে রোববার এ দুর্ঘটনা ঘটে। তিনি ডিমলা বাবুরহাট গ্রামের জামানের ছেলে।

রামগতি (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় এলাকায় রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ - dainik shiksha পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা - dainik shiksha হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে - dainik shiksha সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ - dainik shiksha উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন - dainik shiksha জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো - dainik shiksha ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা - dainik shiksha তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা please click here to view dainikshiksha website Execution time: 0.0074870586395264