দুই মাদরাসাছাত্র অপহরণ চেষ্টা: শিক্ষক আটক - দৈনিকশিক্ষা

দুই মাদরাসাছাত্র অপহরণ চেষ্টা: শিক্ষক আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি |

কিশোরগঞ্জের ভৈরবে দুই মাদরাসা শিক্ষার্থীকে অপহরণ চেষ্টার অভিযোগে একজন শিক্ষককে আটক করেছে পুলিশ। আটক শিক্ষকের নাম ইয়াহিয়া। সোমবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন দুর্জয় মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ভৈরব শহরের লক্ষীপুর সায়েব আলী মদীনাতুল এতিমখানার শিক্ষক।

অপহৃত মাদরাসাছাত্ররা হলো- সারোয়ার (১২) ও শাহীন মিয়া (১৪)। এ দুজন ভৈরব রানীর বাজার এলাকার জনাব আলী হাফিজিয়ামাদরাসার ছাত্র।

দুপুরে শহরের নিউটাউন এলাকার একটি বাসা থেকে দুই ছাত্রকে উদ্ধারসহ ওই শিক্ষককে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

এ ব্যাপারে মাদরাসাছাত্র সারোয়ারের পিতা সোহেল মিয়া বিকালে থানায় একটি অভিযোগ দেন।

ঘটনার বিবরণে জানা গেছে, মাদরাসার ওই দুই ছাত্র গত শনিবার দুপুরে ঘোরাঘুরি করতে ভৈরব রেলওয়ে স্টেশনে যায়। এসময় ওই শিক্ষক রেলস্টেশন মসজিদ থেকে নামাজ পড়ে দুই ছাত্রকে দেখে তাদের পরিচয় জানতে চান। তারা পরিচয় দিলে ফুসলিয়ে ওই শিক্ষক দুইজনকে তার নিউটাউনের বাসায় নিয়ে পুলিশের ভয় দেখিয়ে আটকিয়ে রাখেন। পরদিন রবিবার দুই ছাত্রকে নিয়ে নরসিংদীর রায়পুরা এলাকায় মাদ্রাসার চাঁদা কালেকশন করেন।

এদিকে জনাব আলী মাদরাসার শিক্ষকরা দুই ছাত্র নিখোঁজের খবর তাদের পরিবারকে জানালে তারা সবাই ছাত্রদের খোঁজাখুঁজি শুরু করেন।

সোমবার দুপুরে শিক্ষক ইয়াহিয়া জনাব আলী মাদরাসার শিক্ষককে মোবাইলে ফোন করে জানান, নিখোঁজ দুইজন ছাত্র তার সন্ধানে আছে এবং কিছু টাকা দিলে তিনি ছাত্রদের উদ্ধার করে দেবেন। তার কথায় রাজি হয়ে শিক্ষকরা ঠিকানা পেয়ে ভৈরব শহরের নিউটাউনে তার বাসায় এলে প্রতিবেশী লোকজন অপহরণকারী শিক্ষককে আটক করার পর বাসা থেকেই দুই ছাত্রকে উদ্ধার করা হয়। পরে ভৈরব থানাকে  ঘটনা জানালে পুলিশ এসে দুই ছাত্রকে উদ্ধারসহ ওই শিক্ষককে গ্রেপ্তার করে।

ভৈরব থানার উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম জানান, ঘটনাটি অপহরণের ঘটনা। এ ব্যাপারে ছাত্রের পিতা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। ওসি সাহেব অন্য কাজে ব্যস্ত থাকায় মামলাটি এখনও থানায় রেকর্ড করা হয়নি। তিনি  (ওসি)  রাতে থানায় এলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার - dainik shiksha মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0036709308624268