দুই শিক্ষার্থী কিলিং মিশনে অংশ নিতে ঘর ছাড়ে - দৈনিকশিক্ষা

দুই শিক্ষার্থী কিলিং মিশনে অংশ নিতে ঘর ছাড়ে

নিজস্ব প্রতিবেদক |

রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি স্কুল থেকে চলতি বছর এসএসসি পাস করে সাফফাত ইসলাম। একটি কলেজে পড়ে ইয়াসির আরাফাত। এই বয়সেই তারা অনলাইনের মাধ্যমে জড়িয়ে পড়েছে উগ্রবাদের অন্ধকার জগতে। জঙ্গি গ্রুপ নব্য জেএমবির সামরিক শাখার প্রশিক্ষণ নিয়ে যুক্ত হয়েছে ‘এফজেড ফোর্স’ নামে স্লিপার সেলে।

এক পর্যায়ে ‘রাজনীতিবিদ আর নাস্তিকদের’ হত্যার টার্গেট নিয়ে ঘর ছাড়ে এ দুই শিক্ষার্থী। কিন্তু নাশকতায় অংশ নেয়ার আগেই কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যদের হাতে ধরা পড়ে তারা। গত সোমবার রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তারের পর গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ২০১৬ খ্রিষ্টাব্দের জুলাইতে গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় নৃশংস হামলার পর নব্য জেএমবির নাম বেরিয়ে আসে। এ হামলার পর জানা যায়, অনেক শিক্ষার্থীই নব্য জেএমবিতে ভিড়ে কথিত হিজরতের নামে নাশকতা চালাতে ঘর ছেড়েছে। এর পর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান, শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের সচেতনতা এবং নজরদারিতে এমন শিক্ষার্থীর সংখ্যা একেবারে কমে আসে। তবে এ দুই শিক্ষার্থীকে গ্রেফতারের পর নতুন ভাবনায় পড়েছেন সিটিটিসির কর্মকর্তারাও।

কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা জানিয়েছেন, সংগঠনে ১৮ বছর বয়সী সাফফাত ইসলামের নাম আবদুল্লাহ ওরফে উইলিয়াম ওরফে আল আরসালান ওরফে মেহেমেদ চাগরি বেগ। তার বাড়ি ঢাকায়। চলতি বছর সে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার বিসিএসআইআর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে। গত ৪ জুলাই এলিফ্যান্ট রোডের বাসা থেকে বেরিয়ে যায়। ঘর ছাড়ার বিষয়টিকে জঙ্গি সংগঠনগুলো ‘হিজরত’ বলে থাকে। ২০ বছর বয়সী ইয়াসির আরাফাত ওরফে শান্তর বাড়ি কুমিল্লা। ২০১৭ খ্রিষ্টাব্দে বরিশালের চাঁদপাশা ইউপি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাসের পর কলেজে ভর্তি হয় সে। গত বছরের এইচএসসি পরীক্ষার্থী আরাফাত ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর রামেরকান্দা এলাকায় পরিবারের সঙ্গেই থাকত। সাফফাতের সঙ্গে ৪ জুলাই সেও ঘর ছাড়ে।

কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, গ্রেফতার দু’জন নব্য জেএমবির সামরিক শাখার সদস্য। ‘এফজেড ফোর্স’ নামে স্লিপার সেলে এ দু’জনের সঙ্গে আরও ৬ থেকে ৭ জন সদস্য রয়েছে। সদরঘাটে তাদের সঙ্গে একত্রিত হতে এসে সাফফাত ও আরাফাত ধরা পড়ে। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, হামলার উদ্দেশ্যে তারা গত ৪ জুলাই ‘হিজরত’ করে। প্রভাবশালী রাজনীতিবিদ ও তাদের ভাষায় নাস্তিক সম্পদশালীদের হত্যা করার নির্দেশ ছিল তাদের ওপর।

সিটিটিসির অপর এক কর্মকর্তা বলেন, টার্গেট বাস্তবায়নে তারা অস্ত্র সংগ্রহ এবং বোমা প্রস্তুত করার মাধ্যমে নিজেদের সক্ষমতা অর্জনের চেষ্টায় ছিল। এরই মধ্যে তারা পদ্মার কোনো একটি চরে গিয়ে প্রশিক্ষণও নিয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি চাকু, হাতে লেখা কিছু নির্দেশনা ও কর্মপরিকল্পনা সংবলিত ডকুমেন্ট উদ্ধার করা হয়েছে। এসব নথিতে তারা নিজেদের ‘জুনুদউল্লাহ’ বা আল্লাহর সৈনিক হিসেবে আখ্যায়িত করে। নথিতে বিশেষ বাহিনী, গুপ্তচর শাখা, সাইবার ইউনিট, স্নাইপার ইউনিট, ম্যানুফ্যাকচারিং শাখা তৈরি করার নির্দেশনা এবং কাজের পদ্ধতিরও উল্লেখ রয়েছে। পাঁচ দিনের রিমান্ডে তাদের এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ - dainik shiksha পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা - dainik shiksha হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে - dainik shiksha সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ - dainik shiksha উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন - dainik shiksha জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো - dainik shiksha ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা - dainik shiksha তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা please click here to view dainikshiksha website Execution time: 0.0074880123138428