দুই শিক্ষার্থীকে জিম্মি করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি - দৈনিকশিক্ষা

দুই শিক্ষার্থীকে জিম্মি করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি

নিজস্ব প্রতিবেদক |

রাজধানীর মোহাম্মদপুরে ল্যাপটপ কিনতে বেরিয়ে নিখোঁজ দুই শিক্ষার্থীর স্বজনের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। নিখোঁজের দু'দিন পর গভীর রাতে মোবাইল ফোনে কল করে এ টাকা চাওয়া হয়। নইলে অপহৃত দের হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়। এ থেকে তদন্ত-সংশ্নিষ্টরা ধারণা করছেন, সংঘবদ্ধ কোনো চক্র তাদের অপহরণ করেছে। গতকাল শুক্রবার এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে।

গত ২১ জানুয়ারি মোহাম্মদপুরের মেস থেকে বেরিয়ে আর ফেরেননি ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান ধ্রুব ও তার ভাগ্নে এ-লেভেলের ছাত্র তানজিম আল-ইসলাম দিবস। এ ঘটনায় তখন মোহাম্মদপুর ও তেজগাঁও থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পুলিশ জানায়, জিডির সূত্র ধরেই শুরু হয় তদন্ত। এর মধ্যে ২২ জানুয়ারি রাত সাড়ে ৩টার দিকে দিবসের মায়ের কাছে কল করে মুক্তিপণ চায় অপহরণকারীরা। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটির ছায়াতদন্ত করছে।

ডিবির দায়িত্বশীল একটি সূত্র জানায়, প্রযুক্তিগত তদন্তে এরই মধ্যে অপহরণকারী চক্রের ব্যাপারে বেশ কিছু তথ্য মিলেছে। শিগগির তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

দিবসের বাবা কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম জানান, ২৩ জানুয়ারি গভীর রাতে অপহরণকারীরা দিবসের সঙ্গে তাকে কথা বলিয়ে দেয়। এ সময় দিবস বলেন, 'বাবা, এরা যেভাবে বলে তুমি সেভাবেই কাজ কর, অন্য কিছু করার চেষ্টা করো না। তাহলে এরা আমাকে মেরে ফেলবে।' এ পর্যন্ত কয়েক দফায় অপহরণকারীরা ফোন করে টাকার জন্য তাগাদা দিয়েছে বলেও জানান ফখরুল।

ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0039019584655762