ধর্মের দিকে ঝোঁকায় শিক্ষাব্যবস্থায় ধস নামার অভিযোগ - দৈনিকশিক্ষা

ধর্মের দিকে ঝোঁকায় শিক্ষাব্যবস্থায় ধস নামার অভিযোগ

দৈনিকশিক্ষা ডেস্ক |

কয়েক সপ্তাহ আগেই তুরস্কের শিক্ষা মন্ত্রণালয় দেশের শিক্ষার্থীদের অবস্থা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে৷ প্রতিবেদনটিতে দেশটির শিক্ষাব্যবস্থার ভয়াবহ চিত্র ফুটে ওঠে। দেখা যায়, বেশিরভাগ শিক্ষার্থীই যথার্থ ভূমিকা রাখতে পারছেন না৷  বিশেষজ্ঞরা এই অবস্থার জন্য দেশটির প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যিপ এরদোগান সরকারের শিক্ষানীতিকেই দায়ী করছে। খবর ডয়চে ভেলে’র।

সাম্প্রতিক সময়ে, দেশজুড়ে শতশত ইমাম হাতিপ স্কুল প্রতিষ্ঠা করেছে তুরস্ক৷ এরদোয়ান-বিরোধীদের দাবি, এই স্কুলগুলোই শিক্ষার্থীদের নাজুক অবস্থার জন্য দায়ী৷

ইমাম হাতিপ স্কুলগুলোতে মূলত জোর দেয়া হয় কোরআন ও মহানবী হযরত মোহাম্মদের (সাঃ) শিক্ষার ওপর৷ শুরুতে শুধু ইমামদের শিক্ষা দেয়ার জন্য স্কুলগুলো চালু করা হলেও রক্ষণশীল ইসলামিক দল একেপি এই স্কুলগুলোকে সাধারণের মধ্যেও ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে৷

এই উদ্যোগের ফলে সাম্প্রতিক বছরগুলোতে স্কুলগুলো সমগ্র তুরস্কজুড়ে ছড়িয়ে পড়ছে৷ দেশটির জাতীয় শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য বলছে, ইমাম হাতিপ গ্রামার স্কুলের সংখ্যা ৫ বছরে বেড়ে ৫৩৭ থেকে দাঁড়িয়েছে ১৬০৫ তে৷ বর্তমানে এসব প্রতিষ্ঠানে পড়াশোনা করছে ৬ লাখ ২০ হাজার শিক্ষার্থী৷

স্কুলগুলোকে সুবিধা দিতে রাষ্ট্রীয় বিভিন্ন স্কুলেও আনা হয়েছে পরিবর্তন৷ বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষার্থী বা অভিভাবকদের সঙ্গে আলোচনাও করা হয়নি৷ অধিকাংশ স্কুলে ধর্মীয় ও সাধারণ, এই দুইভাগে আলাদা সেশন চালু করা হয়েছে৷

সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়া অনেক অভিভাবকদের অভিযোগ, যারা ধর্মীয় শিক্ষার দিকে যেতে চায় না, তাদের জন্য সমান সুযোগ রাখা হচ্ছে না৷ ধর্মীয় অংশের ক্লাসরুমগুলো ভালো, পরিষ্কার-পরিচ্ছন্ন এবং বেতনও রাখা হয়েছে কম৷

সমালোচকেরা শিক্ষাব্যবস্থার এই হঠাৎ পরিবর্তনের কারণেই শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রমে ধস নেমেছে বলে মনে করছেন৷ উচ্চশিক্ষা লাভের জন্য তুরস্কের শিক্ষার্থীদের টার্কিশ সেন্ট্রাল এক্সাম পাস করতে হয়৷ ইমাম হাতিপ স্কুলগুলো থেকে আসা শিক্ষার্থীদের অধিকাংশই এই পরীক্ষায় খারাপ ফল করে৷

তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যিপ এরদোগান নিজেও ১৯৬০ খ্রিষ্টাব্দের দিকে ইস্তানবুলের ইমাম হাতিপ স্কুলে পড়াশোনা করেছেন৷ তখন এ ধরনের স্কুলের সংখ্যা খুব কম ছিল৷ কিন্তু ক্ষমতায় আসার পর থেকে এই স্কুলকে মূলধারার স্কুলে পরিণত করার উদ্যোগ নিয়েছেন তিনি৷

আর স্কুলগুলোর শিক্ষাব্যবস্থায় হস্তক্ষেপ করে এরদোগান একটি রক্ষণশীল প্রজন্ম গড়ে তোলার দিকেই বেশি মনোযোগ দিয়েছেন বলে অভিযোগ সমালোচকদের৷

ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার - dainik shiksha মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0061969757080078