নটর ডেম-হলিক্রসে আলাদা ভর্তির অনুমোদনের বিরোধীতা দৈনিক শিক্ষার লাইভে - দৈনিকশিক্ষা

নটর ডেম-হলিক্রসে আলাদা ভর্তির অনুমোদনের বিরোধীতা দৈনিক শিক্ষার লাইভে

নিজস্ব প্রতিবেদক |

নটর ডেম, হলিক্রসসহ খ্রিষ্টান  মিশনারী পরিচালিত কয়েকটি কলেজকে তাদের নিজস্ব পদ্ধতিতে একাদশ শ্রেণিতে ভর্তির অনুমোদন দেয়ার সমালোচনা করেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও সচিবসহ অন্যান্য বক্তারা। তাঁরা বলছেন, বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে তাদের জন্য একটা নির্দিষ্ট কোটা থাকতে পারে কিন্তু পুরোপুরি তাদের নিজস্ব পদ্ধতিতে ভর্তির কেন অনুমোদন দেয়া হলো। একদেশে দুই নীতির কঠোর সমালোচনা করে মন্ত্রণালয় ও শিক্ষাবোর্ডের আদেশ দুটি প্রত্যাহার করার পরামর্শ দেন তারা। 

মঙ্গলবার (২ জুন) রাতে দৈনিক শিক্ষার লাইভে যুক্ত হয়ে এ ঘোষণা দেন দৈনিক শিক্ষা ডটকমের প্রধান উপদেষ্টা ও সাবেক শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান। দৈনিক শিক্ষা ডটকমের সম্পাদক ও এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) এর প্রতিষ্ঠাতা সভাপতি সিদ্দিকুর রহমান খানের সঞ্চালনায় লাইভে যুক্ত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এবং মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অধ্যক্ষ সৈয়দ জাফর আলীসহ কয়েকজন শিক্ষক।

 

এন আই খান বলেন, আমি যখন সচিব ছিলাম (২০১৫ সনে) তখন তারা আলাদা ভর্তির অনুমোদন চেয়েছিলো। আমি তা না দেয়ায় তারা আদালতে যান। দৈনিক শিক্ষার প্রতিবেদনে দেখলাম মন্ত্রণালয় ও ঢাকা বোর্ড নটর ডেম কলেজসহ মিশনারী পরিচালিত কলেজগুলোকে ২০ জুনের মধ্যে ভর্তি শেষ করতে বলেছে। তাহলে অন্যান্য কলেজগুলো কি দোষ করেছে?    

আরও পড়ুন: 

নটরডেম কলেজে ভর্তি কার্যক্রম স্থগিত

ঘরে বসে পাঠদান: শিক্ষকদের জন্য ফ্রি অনলাইন কোর্স

সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলনও একই কথা বলেন। তিনি বলেন, আমি যখন প্রতিমন্ত্রী ছিলাম তখন তারা আমাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গেলেন। আবার আদালতে বাইরে সমাধানের জন্য আসলেন তখনকার অধ্যক্ষ । আমি তখন তাদেরকে বললাম আপনাদের বিশেষায়িত প্রতিষ্ঠানের জন্য আপনারা ২০ শতাংশ কোটা রাখতে পারেন। এটা মন্ত্রণালয় অনুমোদন দিতে পারে। তারা সেটাই মেনে নিলেন। কিন্তু এখন তারা পুরোপুরি স্বাধীন এটা হতে পারেন। কোথাও সমন্বয়ের অভার রয়েছে।

জানা যায়, করোনার কারণে এ বছর নটর ডেম কলেজের ভর্তি পরীক্ষা বাতিল করা হয়েছে। শিক্ষার্থীদের এসএসসির নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী কলেজে ভর্তি করার ঘোষণা দেয় তারা। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ৩ জুন থেকে ১১ জুন পর্যন্ত বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় কলেজের ওয়েবসাইট এ ভর্তির আবেদন করতে বলা হয়েছে 

এসব তথ্য জানিয়ে মঙ্গলবার (২ জুন) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ। 

এর আগে মঙ্গলবার দুপুরে ২০ জুনের মধ্যে নিজস্ব পদ্ধতিতে স্বাস্থ্যবিধি মেনে ভর্তি কার্যক্রম শেষ করতে কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার - dainik shiksha মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0043179988861084