নতুন শিক্ষাবর্ষের ৯৬ ভাগ পাঠ্যবই ছাপা শেষ - দৈনিকশিক্ষা

নতুন শিক্ষাবর্ষের ৯৬ ভাগ পাঠ্যবই ছাপা শেষ

দৈনিকশিক্ষা ডেস্ক |

অসাধু ব্যবসায়ীদের নানা প্রতিবন্ধকতার মধ্যেও ইতোমধ্যে নতুন শিক্ষাবর্ষের প্রায় ৯৬ শতাংশ পাঠ্যবই ছাপা সম্পন্ন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নতুন শিক্ষাবর্ষ শুরুর এক মাস আগেই পাঠ্যপুস্তক উৎসবের প্রস্তুতি সম্পন্ন করেছে সংস্থাটি। দেশের সব উপজেলায় বিনামূল্যের পাঠ্যবই পৌঁছে গেছে। শিক্ষাবর্ষের শুরুতেই সারাদেশের শিক্ষার্থীদের হাতে চার রঙের চকচকে পাঠ্যবই। দৈনিক সংবাদের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটি লিখেছেন রাকিব উদ্দিন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, সরকার ২০২০ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের চার কোটি ৩০ লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য ৩৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৫৫৪ ছবি ছাপছে। গতকাল পর্যন্ত মোট বইয়ের মধ্যে প্রায় সাড়ে ৩৪ কোটি কপি বই ছেপে উপজেলা পর্যায়ে সরবরাহ করেছে এনসিটিবি।

বাকি প্রায় ৮০ লাখ কপি বইয়ের মধ্যে ৬০ লাখ কপি ছাপা হলেও কাগজ ও ছাপার মান ভালো না হওয়ায় সেগুলো গ্রহণ করছে না এনসিটিবি। মানহীন এসব বই গ্রহণ করতে ছাপাখানার মালিকরা ব্যাপক চাপ সৃষ্টি করছে এনসিটিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর। তবে এনসিটিবি বইয়ের মান রক্ষায় কঠোর অবস্থানে। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নিয়মিত পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণ কাজ তদারক করছেন বলে এনসিটিবির কর্মকর্তারা জানিয়েছেন।

জানতে চাইলে এনসিটিবির বিতরণ নিয়ন্ত্রক প্রফেসর জিয়াউল হক গতকাল সংবাদকে বলেন, ‘এখন পর্যন্ত ৯৬ দশমিক ৩ শতাংশ বইয়ের ছাপা শেষ। বাকি বইয়ের মধ্যে প্রাথমিক স্তরের ৫৫ লাখ কপি বইয়ের মধ্যে বাফার স্টকের ৫ শতাংশ বইও রয়েছে। এসব বই কিছুটা দেরিতে গেলেও সমস্যা নেই। শিক্ষাপ্রতিষ্ঠানের চাহিদার শতভাগ বই উপজেলা পর্যায়ে চলে গেছে।’

এনসিটিবির একাধিক কর্মকর্তা সংবাদকে জানান, দরপত্রের শর্তানুযায়ী গত ১১ নভেম্বরের মধ্যে সব বই ছাপার কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ১৫/২০টি ছাপাখানা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে বই নিতে পারেনি। কেউ কেউ পাঠ্যপুস্তকে নিম্ন মানের কাগজ, কালি ও অন্য উপকরণও ব্যবহার করেছে। মুদ্রণশিল্প সমিতির এক শীর্ষ নেতার প্রতিষ্ঠানে নিম্ন মানের কাগজে ছাপা হওয়া প্রায় ৩০ লাখ কপি বই গ্রহণ করতে এনসিটিবির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করা হয়েছে। অপর একটি প্রতিষ্ঠানের কাছেও ৩০ লাখ কপি বই আটকে রয়েছে। এখন পর্যন্ত প্রাথমিক শিক্ষা স্তরের প্রায় ৫৫ লাখ কপি এবং মাধ্যমিক স্তরের প্রায় ২৩ লাখ কপি বই ছাপা বাকি রয়েছে বলে এনসিটিবির কর্মকর্তারা জানিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে এনসিটিবির সদস্য (টেক্সট) প্রফেসর ফরহাদুল ইসলাম সংবাদকে বলেন, ‘যারা নির্ধারিত সময়ে বই দিতে পারেনি তাদের ওই লটের বইয়ের মোট টাকার (মূল্য) ওপর ১০ শতাংশ হারে জরিমানা দিতে হবে। কেউ মাফ পাবে না। আর নিম্ন মানের একটি বইও এনসিটিবি গ্রহণ করবে না। বইয়ের মানের ক্ষেত্রে কারও সঙ্গে আপোষও করা হচ্ছে না।’

আগামী শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে ১০ কোটি ৫৪ লাখ দুই হাজার ৩৭৫ কপি এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে ২৪ কোটি ৭৭ লাখ ৪২ হাজার ১৭৯ কপি বই বিনামূল্যে বিতরণ করা হবে।

আগামী ১ জানুয়ারি সারাদেশে একযোগে ‘পাঠ্যপুস্তক উৎসব’ আয়োজন করে এসব বই নতুন সব স্কুলে বিতরণ করা হবে। এতো বিপুলসংখ্যক শিক্ষার্থীকে বিনামূল্যে পাঠ্যবই দেয়ার উদাহরণ বিশে^র আর কোন দেশে নেই। এদিক দিয়ে বাংলাদেশ একটি অনন্য নজির স্থাপন করেছে।

এবার বিনামূল্যে পাঠ্যবই ছাপাতে সরকারের মোট ব্যয় হচ্ছে প্রায় ১১শ’ কোটি টাকা। এর মধ্যে প্রাথমিক স্তরের বই ছাপাতে ব্যয় হচ্ছে প্রায় ৩৫০ কোটি টাকা এবং মাধ্যমিক স্তরসহ অন্য বই ছাপাতে ব্যয় হচ্ছে প্রায় ৭৫০ কোটি টাকা। মুদ্রণ ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে গত বছর পাঠ্যবই ছাপাতে সরকারের প্রায় ১০০ কোটি টাকা বেশি ব্যয় হয়েছিল বলে এনসিটিবির কর্মকর্তারা জানিয়েছেন। এবার সিন্ডিকেট কিছুটা ভেঙে দেয়া হয়েছে; এতে সরকারের প্রায় ১০০ কোটি টাকা সাশ্রয়ও হচ্ছে।

২০১০ শিক্ষাবর্ষ থেকেই সরকার ধারাবাহিক সাফল্য হিসেবে নতুন বছরের শুরুতেই সারাদেশের শিক্ষার্থীকে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করে আসছে। ২০১৯ পর্যন্ত মোট ২৯৬ কোটি সাত লাখ ৮৯ হাজার ১৭২টি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রতি বছর সরকারের বিশাল এই কর্মযজ্ঞ বাস্তবায়ন করছে।

এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২০ শিক্ষাবর্ষে নিম্ন মানের কাগজে পাঠ্যবই ছাপার শুরুতে অসাধু মুদ্রাকররা বেপরোয়া তৎপরতা শুরু করেছিল। এবার কাগজের মূল্য প্রতি টনে প্রায় ২০ হাজার টাকা কমলেও এক শ্রেণীর ব্যবসায়ী নিম্ন মানের কাগজে বই ছাপার চেষ্টা থেকে পিছু হটেনি।

এনসিটিবি সূত্র জানায়, আন্তর্জাতিক দরপত্রে বিদেশি প্রতিষ্ঠান ঠেকাতে প্রাক্কলিত দরের চেয়ে কমমূল্যে প্রাথমিক স্তরের সব বই ছাপার কাজ বাগিয়ে নেয় দেশীয় মুদ্রাকররা। এর ফলে এবার বিদেশের কোন প্রতিষ্ঠান পাঠ্যবই মুদ্রণের কাজ পায়নি। গত ৪/৫ বছর ধরে বিদেশি কয়েকটি প্রতিষ্ঠান বই মুদ্রণের কাজ পেয়ে আসছিল। এতে পুরো কাজটি প্রতিযোগিতাপূর্ণ হয়েছিল; বইয়ের মানও ভালো হয়েছিল। আবার দেশীয় ছাপাখানার শিল্পের সম্প্রসারণও হয়েছে।

বিদেশি প্রতিষ্ঠান ঠেকিয়ে দেশীয় অনেক প্রতিষ্ঠানই এবার কম দামে কেনা নিম্ন মানের কাগজে বই ছেপে লাভ পুষিয়ে নেয়ার চেষ্টা করে। এই তৎপরতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেয় এনসিটিবি। তারা অনেক প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক বই ধ্বংস করে। কয়েকটি প্রতিষ্ঠানের কেনা কাগজ বাতিল ঘোষণা করা হয়। বেশ কয়েকটি প্রতিষ্ঠানেক কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। অনেক প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করারও পদক্ষেপ নিচ্ছে সংস্থাটি।

উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২০২০ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের বইয়ের মান যাচাইয়ের কাজ পেয়েছে ‘কন্টিনেন্টাল ইনস্পেকশন বিডি লি.’ এবং মাধ্যমিক স্তরের বইয়ের মান যাচাইয়ের কাজ পেয়েছে ‘মেসার্স ব্যুরো ভেরিটাস (বাংলাদেশ প্রাইভেট লিমিটেড)’। এই দুটি প্রতিষ্ঠান পরীক্ষা-নিরীক্ষা শেষে বই ছাপার কাগজ অনুমোদন দেয়। তিন শতাধিক ছাপাখানা (প্রিন্টার্স) ২০২০ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণের কাজ পায়।

স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.004767894744873