নতুন স্কেলে কল্যাণের টাকা পেতে আবার আবেদন, শিক্ষকদের ক্ষোভ - দৈনিকশিক্ষা

নতুন স্কেলে কল্যাণের টাকা পেতে আবার আবেদন, শিক্ষকদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক |

নতুন স্কেলে কল্যাণ ট্রাস্টের বাকি টাকা পেতে আবার নতুন করে আবেদন করতে হবে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের। ২০১৫ খ্রিষ্টাব্দের পহেলা জুলাই এর পর যারা অবসরে গেছেন এবং পুরানো স্কেলে কল্যাণ ট্রাস্টের আংশিক টাকা পেয়েছেন, নতুন স্কেলে বাকি টাকা পেতে তাদেরকে আবার আবেদন করতে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ। এই হঠাৎ সিদ্ধান্তে ভোগান্তিতে পড়তে হবে এমন আশঙ্কায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক-কর্মচারীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন অবসরপ্রাপ্ত শিক্ষক দৈনিক শিক্ষাকে বলেন, প্রায় তিন মাস পর অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্ট নতুন করে গঠন হয়েছে। ট্রাস্টের আগের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন স্কেলে যারা কল্যাণ ট্রাস্টের টাকা পাওয়ার কথা, অর্থ সংকটের কারণে তাদের পুরনো স্কেলে আংশিক টাকা দেয়া হয়েছে। পরবর্তী সময়ে তাদেরকে নতুন স্কেল অনুযায়ী পুরো টাকা পরিশোধ করার সিদ্ধান্ত রয়েছে। কিন্তু আজ বুধবার (১৭ এপ্রিল) কল্যাণ ট্রাস্টে গিয়ে শুনতে পাই অবশিষ্ট টাকার জন্য নতুন করে আবেদন করতে হবে।

এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শিক্ষকরা বলছেন, অনেক দিনের প্রচেষ্টায় প্রয়োজনীয় নানা ধরনের কাগজপত্র জোগাড় করে অবসর ও কল্যাণের টাকা পাওয়ার জন্য একবার আবেদন জমা দিয়েছি। সেই আবেদনে পুরনো স্কেলের অংশ পেয়েছি। নতুন স্কেলের অংশ পাওয়ার জন্য নতুন করে আবেদন নেয়া তুঘলকি সিদ্ধান্ত ছাড়া আর কিছুই না। একাংশ টাকা দেয়ার সময় যাচাই-বাছাই করা হয়েছে। বাকী অংশ দেয়ার জন্য নতুন করে আবেদন চাওয়ার মানে নতুন ভোগান্তি, সময়ক্ষেপণ।

জানা গেছে, ২০১৫ খ্রিষ্টাব্দের পহেলা জুলাই নতুন বেতন স্কেল ঘোষণার পর যেসব বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসরে গেছেন সেই সব আবেদনকারীদের মধ্য থেকে এ পর্যন্ত প্রায় ৯ হাজার শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের আংশিক টাকা পেয়েছেন পুরানো বেতন স্কেল অনুযায়ী। নতুন বেতন স্কেল অনুযায়ী তাদের প্রায় সমপরিমাণ টাকা পাওয়ার কথা রয়েছে। শিক্ষকরা বলছেন, কয়েক বছরের ব্যবধানে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে অনেকের যোগাযোগ নেই। প্রতিষ্ঠান প্রধানসহ কর্তৃপক্ষের সাথে আবার অনেকের রয়েছে বৈরী সম্পর্ক। আবার অনেকে শারিরীকভাবেও তেমন সুস্থ নেই। এসব কারণে নতুন করে কাগজপত্র জোগাড় করে আবার আবেদন করতে গিয়ে নানা হয়রানির শিকার হতে হবে। আবার অনেকে এরই মধ্যে মারা গেছেন। যারা মারা গেছেন, তাদের পরিবারের পক্ষ থেকে আবার আবেদন করা আরো কঠিন।

অবসরে যাওয়া শিক্ষক-কর্মচারীদের এসব সমস্যার কথা বিবেচনা করে এ ধরনের সিদ্ধান্ত পরিহার করার দাবি জানিয়েছেন শিক্ষক-কর্মচারীরা।

হাইকোর্টের আদেশ পেলে আইনি লড়াইয়ে যাবে বুয়েট: উপ-উপাচার্য - dainik shiksha হাইকোর্টের আদেশ পেলে আইনি লড়াইয়ে যাবে বুয়েট: উপ-উপাচার্য প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে ভূমির জটিলতা সমাধানে ভূমিকা রাখবেন নবম শ্রেণির শিক্ষার্থীরা - dainik shiksha ভূমির জটিলতা সমাধানে ভূমিকা রাখবেন নবম শ্রেণির শিক্ষার্থীরা সর্বজনীন শিক্ষক বদলি চালু হোক - dainik shiksha সর্বজনীন শিক্ষক বদলি চালু হোক ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি - dainik shiksha ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি রায় জালিয়াতি করে পদোন্নতি: শিক্ষা কর্মকর্তা গ্রেফতার - dainik shiksha রায় জালিয়াতি করে পদোন্নতি: শিক্ষা কর্মকর্তা গ্রেফতার কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0076169967651367