নন ক্যাডারে ১ হাজার ৫৯৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি - দৈনিকশিক্ষা

নন ক্যাডারে ১ হাজার ৫৯৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক |

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) নন-ক্যাডারে ১ হাজার ৫৯৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই সংক্রান্ত চাকরির বিজ্ঞাপন পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। বেশির ভাগ পদ নবম ও দশম গ্রেডের। এ ছাড়া কিছু পদ আছে ১২ গ্রেডের। পিএসসি আলাদা পরীক্ষার মাধ্যমে এসব নিয়োগ দেবে।

যেসব পদে আবেদন: 

ইনস্ট্রাক্টর (বিজ্ঞান)। পদ সংখ্যা: ২০টি। বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।

ইনস্ট্রাক্টর (কৃষি)। পদ সংখ্যা: ২৫টি। বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।

সহকারী প্রকৌশলী (পুর)। পদ সংখ্যা: ২৫টি। বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।

ইনস্ট্রাক্টর (শারীরিক শিক্ষা)। পদ সংখ্যা: ৯টি। বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।

ইনস্ট্রাক্টর (চারু ও কারুকলা)। পদ সংখ্যা: ১৮টি। বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।

সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। পদ সংখ্যা: ৬৪টি। বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।

বয়লার পরিদর্শক: পদ সংখ্যা: ২টি। বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।

ডকুমেন্টেশন অফিসার। পদ সংখ্যা: ১টি। বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।

সহকারী পরিচালক (খনি প্রকৌশল)। পদ সংখ্যা: ১টি। বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।

সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলী। পদ সংখ্যা: ২০৮টি। বেতন:২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।

সহকারী প্রকৌশলী (তড়িৎ)। পদ সংখ্যা: ৩টি। বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।

সহকারী প্রকৌশলী (পুর)। পদ সংখ্যা: ১৪টি। বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।

সহকারী প্রোগ্রামার। পদ সংখ্যা: ১টি। বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।

সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী। পদ সংখ্যা: ৩টি। বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।

সহকারী স্থপতি। পদ সংখ্যা: ১টি। বেতন: স্কেল: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।

সিনিয়র কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা: ১টি। বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।

উপ-সহকারী প্রকৌশলী। পদ সংখ্যা: ১৭২টি। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।

উপ-সহকারী প্রকৌশলী (পুর)। পদ সংখ্যা: ১৭২টি। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।

উপ-সহকারী প্রকৌশলী/নকশাকার (উপ-সহকারী প্রকৌশলী)। পদ সংখ্যা: ২৬৩টি। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।

ব্যক্তিগত কর্মকর্তা। পদ সংখ্যা: ২৯টি। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।

ম্যানেজার (প্রেস)। পদ সংখ্যা: ১টি। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।

প্রশাসনিক কর্মকর্তা। পদ সংখ্যা: ১টি। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।

প্রশাসনিক কর্মকর্তা। পদ সংখ্যা: ২৪টি (পররাষ্ট্র মন্ত্রণালয়)। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।

ব্যক্তিগত কর্মকর্তা। পদ সংখ্যা: ২৩টি (পররাষ্ট্র মন্ত্রণালয়)। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।

রিসোর্স শিক্ষক। পদ সংখ্যা: ৪৫টি। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।

সুপারিনটেনডেন্ট। পদ সংখ্যা: ৩টি। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।

ক্যামেরাম্যান (মুভি)। পদ সংখ্যা: ১টি। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।

ক্যামেরাম্যান (স্টিল)। পদ সংখ্যা: ১টি। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।

আর্টিস্ট। পদ সংখ্যা: ১টি। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।

অ্যাসিস্ট্যান্ট ডিজাইনার কাম কোয়ালিটি কন্ট্রোল অফিসার। পদ সংখ্যা: ১টি। বেতন:১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।

হিয়ারিং এইড টেকনিশিয়ান। পদ সংখ্যা: ২টি। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।

টিচিং এইড টেকনিশিয়ান। পদ সংখ্যা: ১টি। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।

উপ-সহকারী প্রকৌশলী (পুর্ত)। পদ সংখ্যা: ১টি। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।

উপ-সহকারী প্রকৌশলী (তড়িৎ)। পদ সংখ্যা: ২৫টি। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।

এস্টিমেটর (পুর)। পদ সংখ্যা: ২০টি। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।

এস্টিমেটর (তড়িৎ)। পদ সংখ্যা: ৭টি। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।

নকশাকার (ড্রাফটস-ম্যান)। পদ সংখ্যা: ২২টি। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।

ডিপ্লোমা নার্স। পদ সংখ্যা: ৩২টি। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।

উপ-সহকারী পরিচালক (ড্রিলিং প্রকৌশল)। পদ সংখ্যা: ১৩টি। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।

ডেটা এন্ট্রি/কন্ট্রোল সুপারভাইজার। পদ সংখ্যা: ১টি। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।

সিনিয়র টেকনিশিয়ান। পদ সংখ্যা: ৭টি। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।

পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক। পদ সংখ্যা: ৩২৯টি। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা।

সিনিয়র ইনস্ট্রাক্টর (ট্রেড)। পদ সংখ্যা: ১টি (বৃত্তিমূলক, বাণিজ্যিক, শিল্প ও নকশা শাখা)। বেতন: স্কেল: ১২ হাজার ৫০০ - ৩০ হাজার ২৩০ টাকা।

সিনিয়র ইনস্ট্রাক্টর (ট্রেড)। পদ সংখ্যা: ১টি (হস্তশিল্প ও সমজাতীয় প্রশিক্ষণ শাখা)। বেতন: ১২ হাজার ৫০০ - ৩০ হাজার ২৩০ টাকা।

সিনিয়র ইনস্ট্রাক্টর (ট্রেড)। পদ সংখ্যা: ১টি (দপ্তর বিজ্ঞান শাখা)। বেতন: ১২ হাজার ৫০০ - ৩০ হাজার ২৩০ টাকা।

রক্ষণাবেক্ষণ তত্ত্বাবধায়ক। পদ সংখ্যা: ১টি। বেতন: ১২ হাজার ৫০০ - ৩০ হাজার ২৩০ টাকা।

যেভাবে আবেদন করবেন: নন-ক্যাডার উচ্চতর বেতন স্কেল এবং ৯ম, ১০ম, ১১তম ও ১২তম গ্রেডের শূন্য পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ Teletalk BD.Ltd. এর Web Address:http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের Web Address:www.bpsc.gov.bd এর মাধ্যমে নির্ধারিত Application form for Non Cadre Examination রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন ।

 

আবেদনের শেষ তারিখ: আবেদন প্রক্রিয়া ১৮ এপ্রিল থেকে শুরু হয়েছে। চলবে ২৭ মে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। সকল প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। 

অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি - dainik shiksha চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.13990712165833