নিউ মডেল ডিগ্রি কলেজে শোক দিবস পালিত - দৈনিকশিক্ষা

নিউ মডেল ডিগ্রি কলেজে শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক |

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে নিউ মডেল ডিগ্রি কলেজে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মোশাররাফ হোসেন কাজল।

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিশেষ অতিথি গভর্নিং বডির সদস্য নজরুল ইসলাম সাধু, এটিএম গোলাম মাওলা চৌধুরী, আবুল কালাম, কলেজের উপাধ্যক্ষ (একাডেমিক) এবিএম বেলাল হোসেন ভূঁইয়া ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে আলোচনা সভা শুরু হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের প্রতি সম্মান প্রদর্শনে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় এবং পরবর্তী সময়ে পর্যায়ক্রমে শিক্ষক প্রতিনিধি মুজিবা আক্তার বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য প্রদান করেন।

প্রভাষক রায়হান কাউছার ‘বঙ্গবন্ধুর আত্মজীবনী’ গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ ও প্রভাষক তানভীর আহমেদ ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করেন। বঙ্গবন্ধুর উদ্দেশ্যে সহযোগী অধ্যাপক মধুসুদন মজুমদার স্বরচিত কবিতা পাঠ করেন, প্রভাষক ওমর ফারুক তার কণ্ঠে “যদি রাত পোহালে শোনা যেত…” গানটি পরিবেশন করেন। এরপর প্রধান অতিথি ও সভাপতির বক্তব্যের মাধ্যমে আলোচনা সভা শেষে কলেজের ইমাম মো. জাহিদুল ইসলামের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন সহকারী অধ্যাপক দেবাশীষ দত্ত।

অনুষ্ঠানটির পুরো কার্যক্রম ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কলেজের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে লাইভ সম্প্রচারিত হয়েছে। সম্প্রচার কার্যক্রমটি সিএসই বিভাগের শিক্ষক মো. মেহেদী আলম সিদ্দিকী পরিচালনা করেন। পরে কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মোশাররাফ হোসেন কাজলের নেতৃত্বে কলেজের অধ্যক্ষসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা বেলা ১২টায় ধানমন্ডি ৩২ নম্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী - dainik shiksha প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের - dainik shiksha পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার - dainik shiksha ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার - dainik shiksha প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় - dainik shiksha শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে please click here to view dainikshiksha website Execution time: 0.0042819976806641