নিয়ম না মেনে ৪৩ শিক্ষককে বদলির অভিযোগ - দৈনিকশিক্ষা

নিয়ম না মেনে ৪৩ শিক্ষককে বদলির অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি |

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনা নদীর চরাঞ্চলের ছয়টি ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৪৩ শিক্ষককে বিধিবহির্ভূতভাবে বদলির অভিযোগ উঠেছে। একসঙ্গে এত শিক্ষক বদলি হওয়ায় চরাঞ্চলের প্রাথমিক শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা।

অভিযোগ উঠেছে, উপজেলা শিক্ষা কমিটির সভাপতিকে পাশ কাটিয়ে অনৈতিক সুবিধার বিনিময়ে শিক্ষকদের বদলি করা হচ্ছে। বিভাগীয়ভাবে সরাসরি আরও দুজন শিক্ষককেও অন্য জেলায় বদলি করা হয়েছে।

এদিকে শিক্ষকদের বদলির এ সিদ্ধান্ত বাতিল চেয়ে উপজেলা শিক্ষা কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন।

ওই লিখিত অভিযোগ ও কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৮ মার্চ উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি এক জরুরি সভায় ৪৩ জন শিক্ষককে প্রতিস্থাপন সাপেক্ষে চরাঞ্চল থেকে অন্যত্র বদলির সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত বাস্তবায়নে পরের দিনই জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে রেজল্যুশনসহ সিদ্ধান্ত পাঠানো হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওই সিদ্ধান্তের আলোকে বদলির আদেশ দেন।

উপজেলা পরিষদ ও শিক্ষকদের একটি সূত্র জানায়, উপজেলা চেয়ারম্যান বিদেশে থাকায় তিনি ২৯ মার্চ সভার দিন নির্ধারণ করেছিলেন। কিন্তু কমিটির অন্য সদস্যরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে সভাপতির অনুপস্থিতিতে এক দিন আগেই সভা করেন। এমনিতেই চরাঞ্চলে শিক্ষক কম। তাই এভাবে বদলি করায় চরাঞ্চলের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে।

২৭টি বিদ্যালয়ে কম শিক্ষক থাকলেও নিয়ম লঙ্ঘন করে সেখানে বদলি করা হয়েছে। এর মধ্যে উত্তর বুরুঙ্গী প্রাথমিক বিদ্যালয়ে দুজন কর্মরত থাকলেও দুজনকেই, চর মানিকদাইড় বিদ্যালয়ে তিনজনের মধ্যে দুজনকে ও দক্ষিণ সালাল বিদ্যালয়ে তিনজন শিক্ষকের মধ্যে দুজনকে বদলি করা হয়েছে। এ ছাড়া বিশুড়িগাছা বিদ্যালয়ে দুজন এবং উজান মেওয়াকোলা নব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোড়াগাছা, পারখুকশিয়া, খাসরাজবাড়ী, ভাটি মেওয়াকোলা, যুক্তিগাছা, রেহাই শুড়িবের, ভেটুয়াখোলা বাঁশজান, দক্ষিণ মহিমাপুর নব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনজন করে শিক্ষক থাকলেও একজনকে বদলি করা হয়েছে। প্রতিস্থাপন সাপেক্ষে বদলি করা হলেও বেশির ভাগ বিদ্যালয়ে এখনো কেউ যোগ দেননি।

ফুলজোর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবেদা সুলতানা বলেন, তাঁর বিদ্যালয়ে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে এক শিক্ষককে বদলি করা হয়েছে।

খাসরাজবাড়ী ইউনিয়নের রাজবাড়ি দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানা খাতুন বলেন, তাঁর বিদ্যালয়ে অনুমোদিত পাঁচজনের বিপরীতে চারজন শিক্ষক কর্মরত। এর মধ্যে একজন প্রশিক্ষণে। কিন্তু বিভাগীয়ভাবে মরিয়ম খাতুন নামের এক শিক্ষককে বদলি করা হয়েছে। তিনি ছাড়পত্র না নিয়েই ১৭ এপ্রিল চলে গেছেন।

কাজীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা কমিটির সদস্যসচিব ময়নুল হাসান বলেন, মার্চ মাসের মধ্যেই বদলি কার্যকর করার নিয়ম থাকায় জরুরিভাবে সভা করা হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ভাইস চেয়ারম্যানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। কোনো অর্থনৈতিক সুবিধাও নেওয়া হয়নি।

ইউএনও সাইফুল ইসলাম বলেছেন, ইউএনও হিসেবে জরুরি সভা আহ্বান করার নিয়ম রয়েছে। এ ছাড়া ভাইস চেয়ারম্যান ও সদস্যসচিবের নির্দেশেই সভা করা হয়েছে। এখানে নিয়মবহির্ভূত কাজ হয়নি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি মোজাম্মেল বলেন, দেশের বাইরে থাকায় ২৯ মার্চ সভার দিন ধার্য করেছিলাম। কিন্তু অনৈতিক সুযোগ-সুবিধা পেতে কমিটির অন্য সদস্যরা এক দিন আগেই সভা করেন। তাঁরা জ্যেষ্ঠতা লঙ্ঘন এবং শিক্ষক-শিক্ষার্থীদের আনুপাতিক হার ও চারজন শিক্ষকের নিচে বদলির নিয়ম না থাকলেও করেছেন। একসঙ্গে এত শিক্ষককে বদলি করায় চরাঞ্চলের শিক্ষাব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। বদলির আদেশ বাতিলের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হলেও তিনি ব্যবস্থা নেননি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক মোহাম্মদ ইউসুফ বলেন, উপজেলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা যে তালিকা পাঠিয়েছেন, সে অনুযায়ী বদলির আদেশ দেওয়া হয়েছে। এখানে অনিয়ম হয়নি।

এমপিও কোড পেলো আরো ১৪ স্কুল-কলেজ - dainik shiksha এমপিও কোড পেলো আরো ১৪ স্কুল-কলেজ নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী হিটস্ট্রোকে বিশ্ববিদ্যালয় ছাত্র তূর্যের মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে বিশ্ববিদ্যালয় ছাত্র তূর্যের মৃত্যু পরীক্ষার নাম এসএসসিই থাকবে, ওয়েটেজ ৫০ শতাংশ - dainik shiksha পরীক্ষার নাম এসএসসিই থাকবে, ওয়েটেজ ৫০ শতাংশ ফরেনসিক অডিটে ফাঁসছেন দশ হাজার জাল সনদধারী - dainik shiksha ফরেনসিক অডিটে ফাঁসছেন দশ হাজার জাল সনদধারী কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপ - dainik shiksha প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা please click here to view dainikshiksha website Execution time: 0.0035638809204102