নুসরাতকে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার ১০ - দৈনিকশিক্ষা

নুসরাতকে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার ১০

নিজস্ব প্রতিবেদক |

সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রে আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফির গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টার ঘটনায় সোমবার (৮ এপ্রিল) দুপুরে ছাত্রীর বড় ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি পুলিশ) পৃথক অভিযান চালিয়ে মোট ১০ জনকে গ্রেফতার করেছে। 

গ্রেফতারকৃতরা হলেন, ওই মাদরাসার নাইট গার্ড ঘটনার প্রত্যক্ষদর্শী মো. মোস্তফা, দপ্তরি মো. নূরুল আমিন, মাদরাসার প্রাক্তন ছাত্র সাইদুল হক, অধ্যক্ষের মুক্তির দাবিতে মানববন্ধনে অংশ নেওয়া যুবক জসিম উদ্দিন, আলাউদ্দিন, কেফায়েত উল্লাহ জনি, মাদরাসার ইংরেজি বিভাগের প্রভাষক আবছার উদ্দিন ও আলিম পরীক্ষার্থী আরিফুল ইসলামসহ আরো দুজন। তাদেরকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন জানান, নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান এজাহারে উল্লেখ করেছেন, গত ২৭ মার্চ সকাল ১০টার দিকে অধ্যক্ষ এসএম সিরাজ উদ-দৌলাহ অফিসের পিয়ন নূরুল আমিনের মাধ্যমে তার বোনকে ডেকে নিয়ে পরীক্ষার আধা ঘণ্টা পূর্বে প্রশ্নপত্র দেয়ার প্রলোভন দেখিয়ে  শ্লীলতাহানির চেষ্টা করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, এ ঘটনায় তার মা শিরিন আক্তার বাদী হয়ে অধ্যক্ষকে আসামি করে মামলা দায়ের করেন। ওই দিনই পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি কারাগারে রয়েছেন। এ ঘটনায় কিছু লোক অধ্যক্ষের পক্ষ নিয়ে মামলা তুলে নিতে তাদেরকে হুমকি দিয়েছে।

এজাহারে বলা হয়, ওই ঘটনার পর শনিবার পরীক্ষা দিতে কেন্দ্রে প্রবেশ করে তার বোন নুসরাত জাহান রাফি। এ সময় নুসরাত জাহানকে তার এক সহপাঠী নিষাদকে সহপাঠীরা মারছে বলে ছাদে ডেকে নেয়। সেখানে বোরকা পরা ৪ জন অজ্ঞাত আসামি তাকে অধ্যক্ষের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করে। এ সময় সে রাজি না হলে ওই ৪ জন দুর্বৃত্ত তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সাথে জড়িত অন্য অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা  করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. কামাল হোসেন জানান, ঘটনাটি অনুসন্ধান চলছে। অভিযান অব্যাহত রয়েছে। রাফি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। রাফি সোনাগাজী পৌর এলাকার উত্তর চরচান্দিয়া গ্রামের সহকারী মাদরাসা শিক্ষক মাও. এ কে এম মুসা প্রকাশ মানিক মিয়ার কন্যা।

 

আরও পড়ুন

নুসরাতকে সিঙ্গাপুর নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

লাইফ সাপোর্টে যাবার আগে যা বললেন অগ্নিদগ্ধ নুসরাত

লাইফ সাপোর্টে মাদরাসাছাত্রী রাফি

সেই মাদরাসাছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় মামলা

হাইকোর্টের আদেশ পেলে আইনি লড়াইয়ে যাবে বুয়েট: উপ-উপাচার্য - dainik shiksha হাইকোর্টের আদেশ পেলে আইনি লড়াইয়ে যাবে বুয়েট: উপ-উপাচার্য প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে ভূমির জটিলতা সমাধানে ভূমিকা রাখবেন নবম শ্রেণির শিক্ষার্থীরা - dainik shiksha ভূমির জটিলতা সমাধানে ভূমিকা রাখবেন নবম শ্রেণির শিক্ষার্থীরা সর্বজনীন শিক্ষক বদলি চালু হোক - dainik shiksha সর্বজনীন শিক্ষক বদলি চালু হোক ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি - dainik shiksha ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি রায় জালিয়াতি করে পদোন্নতি: শিক্ষা কর্মকর্তা গ্রেফতার - dainik shiksha রায় জালিয়াতি করে পদোন্নতি: শিক্ষা কর্মকর্তা গ্রেফতার কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0067009925842285