নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছে দশ শিক্ষক সংগঠন - দৈনিকশিক্ষা

নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছে দশ শিক্ষক সংগঠন

নিজস্ব প্রতিবেদক |

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোটকে সমর্থন জানিয়ে শিক্ষকদের নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছে দশটি শিক্ষক কর্মচারী সংগঠনের সমন্বয়ে গঠিত ‘শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি’। রোবাবর (২৩ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ আহ্বান জানান কমিটির শিক্ষক নেতারা। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দিকী। লিখিত বক্তব্য উপস্থাপন করেন শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির সমন্বয়কারী ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আসাদুল হক। 

সংবাদ সম্মেলনে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষানীতি ২০১০ প্রণয়ন করেছে। এছাড়া সংবাদ সম্মেলনে আইসিটি শিক্ষা প্রচলন ও ৭ হাজার আইসিটি শিক্ষককে এমপিওভুক্তকরণ, ২০১০ খ্রিস্টাব্দে ১ হাজার ৬২৪টি শিক্ষা্ প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ, ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ, বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, উপবৃত্তি প্রদান, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখীভাতা প্রদান, প্রতি জেলায় একটি করে শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণসহ বর্তমান সরকারের উন্নয়নমূল কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষক নেতারা। তাই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখার লক্ষ্যে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোটকে সমর্থন এবং মহাজোটের প্রার্থীদের ভোট দেয়ার জন্য শিক্ষক-কর্মচারী ও দেশবাসীকে আহ্বান জানান দশটি শিক্ষক-কর্মচারী সংগঠনের সমন্বয়ে গঠিত শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির নেতারা।

 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিঁয়া, বাংলাদেশ শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হুসনে আরা বেগম, বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ জুলফিকার আলম চৌধুরী, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. ফখরুদ্দিন জিগার, শিক্ষা প্রতিষ্ঠন কর্মচারী সমিতির মো. শহীদ মোল্লা, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. ফয়েজ হোসেন, বংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কাউছার আলী সেখ, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিলকিস জামান, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জাহাঙ্গীর, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মহসীন রেজা, বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতির সহাসচিব মো. ইয়াদ আলী খান প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)।

প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী - dainik shiksha প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের - dainik shiksha পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার - dainik shiksha ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার - dainik shiksha প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় - dainik shiksha শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে please click here to view dainikshiksha website Execution time: 0.019719839096069