পরিবহন ধর্মঘটে ঢাবির বাস ভাংচুরকারীদের শাস্তি দাবি - দৈনিকশিক্ষা

পরিবহন ধর্মঘটে ঢাবির বাস ভাংচুরকারীদের শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক |

পরিবহন শ্রমিকদের ধর্মঘটের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস ভাংচুরের প্রতিবাদে ক্যাসম্পাসে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি থেকে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে। 

মানববন্ধনে ডাকসুর ভিপি নুরুল হক নূর বলেন, পরিবহন শ্রমিকরা তাদের স্বার্থে আঘাত লাগলে আন্দোলন করতে পারে, কিন্তু আন্দোলনের নামে কেন সাধারণ মানুষের মুখে কালি মেখে দেবে? কেন বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা করা হবে? এটা কোনো আন্দোলন নয়, এটা ছিল একটা নৈরাজ্য এবং উস্কানিমূলক আন্দোলন।

তিনি বলেন, রাস্তাঘাটে যে যানবাহন চলে তার ৬০ শতাংশ ফিটনেসবিহীন, ৪০ শতাংশ লাইসেন্সবিহীন। এখন নতুন আইনে তারা দেখতেছে তাদের ব্যবসায় লস হবে, তাদের স্বার্থে আঘাত লাগবে। তাই তারা সাধারণ মানুষকে কষ্ট দিয়ে হুজুগের ওপর একটি আন্দোলন করছে। অন্যদিকে শিক্ষার্থীদের বাসে হামলার সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের দ্বায়িত্ব পালন না করে ভিডিও ধারণ করেছে। এটা একটি ন্যক্কারজনক ঘটনা।

মানববন্ধনে বলা হয়, বুধবার নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সকাল ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী ঈশা খাঁ’ বাসে হামলায় চালান একদল শ্রমিক। বাসের চালক ও একজন বিশ্ববিদ্যালয় কর্মচারীকে মারধরও করেন তারা। চালককে মারধরের একটি ভিডিও ফেইসবুকে ঘুরছে।

এর বাইরে ওয়ারি বাস চালকের গায়ে আলকাতরা মারা হয়, টঙ্গীতে ক্ষণিকা বাস ভাংচুর হয় এবং আরও কয়েকটি রুটের বাস আসতে বাধা দেওয়া হয়েছে বলে জানান বক্তারা।

ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক শামস ঈ নোমান বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা মানে ঢাবির ঐতিহ্যের ওপর হামলা, বিশ্ববিদ্যালয়ের ৪৩ হাজার শিক্ষার্থীর ওপর হামলা। আমরা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে সরকারকে আহ্বান জানাচ্ছি। ধর্মঘটের নাম করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস ভাংচুর করে, তারা সন্ত্রাসী। এ সকল সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার বলেন, শিক্ষার্থীরা যে বাস দিয়ে বিশ্ববিদ্যালয়ে আসছিল, এটা কোনো গণপরিবহন নয়। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করবে, এ বাসে হামলা কেন? এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাল বাসে হামলাই নয়, এটা শিক্ষার্থীদের বুকে হামলা করা হয়েছে।

মানববন্ধনে অন্যদের মধ্যে ডাকসুর সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন, সদস্য তিলোত্তমা শিকদার বক্তব্য রাখেন। 

মানববন্ধনের পর ডাকসু নেতারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সঙ্গে দেখা করে বাস হামলায় জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে থানায় মামলা করা হবে বলে তাদের আশ্বাস দেন উপাচার্য। 

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.014025926589966