পা দিয়ে লিখে নিলার আলিম পাস - Dainikshiksha

পা দিয়ে লিখে নিলার আলিম পাস

সিরাজগঞ্জ প্রতিনিধি |

জন্মেছেন একটি হাত ছাড়া, আরেকটি যেন থেকেও নেই। কারণ সেই হাতটিও আর দশজন স্বাভাবিক মানুষের হাতের মতো নয়, তাই তো পা-ই একমাত্র ভরসা নিলার। শারীরিক প্রতিবন্ধকতা থাকলে কী হবে, একদমই দমে যাওয়ার পাত্রী নন তিনি। প্রতিবন্ধকতাকে জয় করে জয় করতে চান স্বপ্নকেও। তাই তো থেমে থাকেননি নিলা। চালিয়ে গেছেন পড়ালেখা। এবারের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পা দিয়ে লিখে আলিম পাস করেছেন তিনি।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বরধুল গ্রামের ওসমান গণির মেয়ে নিলা খাতুন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে কামারখন্দ ফাজিল মাদরাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নিয়ে নিলা পেয়েছেন জিপিএ ৩ দশমিক ৮৬। 

মাদরাসার কোরআন-হাদিস বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা 

আনিছুর রহমান বলেন, মেয়েটির একটি হাত নেই, আরেকটিও অকেজো। তারপরও শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে সে আলিম পাস করেছে। ২০১৭ খ্রিষ্টাব্দের বরধুল মাদরাসা থেকে দাখিল পাস করে সে।

নিলার বাবা ওসমান গণি জানান, ফল দেখে অনেক আনন্দিত হলেও দুশ্চিন্তাও রয়েছে। কৃষি কাজ করে দুই ছেলেকে মাস্টার্স পাস করিয়েছেন। তারা এখনও বেকার। ছোট ছেলে অষ্টম শ্রেণিতে পড়ছে। নিলার লেখাপড়া কতদূর চালিয়ে নিতে পারবেন আল্লাহ জানেন।

নিলা সাংবাদিকদের বলেন, পরিবার ও দেশের বোঝা হয়ে থাকতে চাই না। মানুষের সেবা করতে চাই। পাস করায় তিনি শিক্ষক, বাবা-মা, সহপাঠী সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, উচ্চতর ডিগ্রি অর্জন করে সরকারি চাকরি করে দেশের সেবা করতে চাই। সরকারের কাছে আমার পড়াশোনা ও সব ধরনের সাহায্য-সহযোগিতা কামনা করছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, নিলার অবেদন পেলে বিষয়টি দেখা হবে।

অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি - dainik shiksha চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0063638687133789