পুলিশকে হুমকি দিলেন গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভায়রা ও শ্যালিকা - দৈনিকশিক্ষা

পুলিশকে হুমকি দিলেন গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভায়রা ও শ্যালিকা

দৈনিকশিক্ষা ডেস্ক |

কুড়িগ্রামের উলিপুরে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কনস্টেবলের পোষাক খুলে নেওয়ার হুমকি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেনের ভায়রা সোলায়মান মিয়া ও শ্যালিকা আফরিন লাকি। বুধবার (২০ নভেম্বর) সকালে উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। বুধবার (২০ নভেম্বর) কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

প্রতিবেদনে আরও জানা গেছে, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্য খাজা মাঈনুদ্দিন। পরীক্ষার রুমে খাতা দেওয়া শুরু হলে তিনি সকলকে কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন। এ সময়  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেনের ভায়রা সোলায়মান মিয়া ও শ্যালিকা আফরিন লাকি বের হচ্ছিলেন না। তাদের কাছে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনে দেওয়া পরিচয়পত্র আছে কিনা? জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে গাালিগালাজ করেন এবং তারা ওই পুলিশ সদস্যর পোষাক খুলে নেওয়ার হুমকি দেন।

পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ সদস্য খাজা মাঈনুদ্দিন বলেন, পরীক্ষার রুমে খাতা দেওয়া শুরু হলে সকলকে বাহিরে যেতে বলি। কিন্তু একজন নারী ও একজন পুরুষ কিছুতেই বের হচ্ছিলেন না। তাদের কাছে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনে দেওয়া পরিচয়পত্র আছে কিনা জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন গাালিগালাজ করেন এবং পোষাক খুলে নেওয়ার হুমকি দেন।

উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সোলায়মান মিয়া পোষাক খুলে নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ওই পুলিশ সদস্য তার শ্যালিকা লাকিকে ধাক্কা দিয়ে বের হয়ে যেতে বললে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন তার ভায়রা ও লাকি শ্যালিকা বলেও জানান তিনি।

থানার উপ-পরিদর্শক মশিউর রহমান জানান, তুমুল হট্টগোল ও পুলিশ সদস্যের ওপর চড়াও হওয়ার উপক্রম হলে খবর পেয়ে ঘটনাস্থলে সহকারী পুলিশ সুপার ও উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের বলেন, এই বিষয়টি উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন তাকে অবগত করেন।

ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার - dainik shiksha মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0040640830993652