প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে - দৈনিকশিক্ষা

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে

জাবি প্রতিনিধি |

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ও সমাবেশের ছবি বিকৃতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ মে) সন্ধ্যায় অভিযুক্তদের আজীবন বহিষ্কারের দাবিতে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছে শাখা ছাত্রলীগ। 

অভিযুক্তরা হলেন, মার্কেটিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ফাহিম হোসেন এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ক্যামেলিয়া শারমিন চূড়া।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ফাহিম হোসেন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নিজের ফেসবুক আইডি থেকে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অসম্মান করে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও ভাষণের ছবি বিকৃত করে প্রচার করে। 

অন্যদিকে, ক্যামেলিয়া শারমিন চূড়া বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবমাননা করে কুরুচিপূর্ণ মন্তব্য প্রচার করে। তাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ অভিযুক্ত দুই জনকে দ্রুত বিচারের আওতায় এনে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারের দাবি জানাচ্ছে।'

এ বিষয়ে অভিযুক্ত ফাহিম হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

অপর অভিযুক্ত ক্যামেলিয়া শারমিন চূড়া বলেন, আমি প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো কটূক্তি করিনি। আমাদের বাড়িতে একটা মেয়ে থাকে, তার নাম হাসিনা। তাকে নিয়ে আমি পোস্টটা দিয়েছিলাম। সেটা আমি ওই পোস্টেই উল্লেখ করেছি। কিন্তু দেড় বছর আগের একটি পোস্ট নিয়ে হামজা রহমান অন্তর কেন এত বড় স্টেপ নিলেন সেটা বুঝতে পারছি না।

শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, অভিযুক্তদের বিচারের জন্য সাংগঠনিকভাবে প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগপত্র জমা দিয়েছি। পরবর্তী সময়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে পরামর্শ করে অভিযুক্তদের বিরুদ্ধে বিকল্প সিদ্ধান্ত নিবো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান দৈনিক শিক্ষাকে বলেন, ছাত্রলীগের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। আমরা এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রতিবেদন দেবো।

এর আগে শুক্রবার দুপুরে এ ঘটনায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হামজা রহমান অন্তর আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। 

আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান দৈনিক শিক্ষাকে বলেন, আমরা অভিযোগ পেয়েছি। এখনো মামলা হয়নি। তদন্ত চলছে।

ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার - dainik shiksha মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0063190460205078