প্রিয় শিক্ষকের বদলি ঠেকাতে ডিসিকে ছাত্রীদের স্মারকলিপি - দৈনিকশিক্ষা

প্রিয় শিক্ষকের বদলি ঠেকাতে ডিসিকে ছাত্রীদের স্মারকলিপি

ঝিনাইদহ প্রতিনিধি |

প্রিয় শিক্ষকের বদলি ঠেকাতে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকলিপি দিয়েছে ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রায় ২শ শিক্ষার্থী। রোববার (৫ জানুয়ারি) দুপুরে ডিসি সরোজ কুমার নাথের কাছে এ স্মারকলিপি দেয় তারা।

সূত্র জানায়, গত ২ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী শিক্ষক মো. নাজমুল ইসলামকে ফরিদপুর জেলার কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বদলির নির্দেশ দেয়া হয়। এ অবস্থায় প্রিয় শিক্ষকের বদলির খবর শুনে ক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। তাই তার বদলির আদেশ বাতিল করে পুনরায় এখানে বহাল রাখার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকলিপি দেয় তারা।

বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জিনিয়া জানান, নাজমুল স্যার আমাদের সবার প্রিয় স্যার। স্যার ক্লাসে খুবই সুন্দরভাবে পাঠদান করান। যার ফলে আমরা খুবই সহজভাবে যে কোনো জটিল বিষয় শিখতে পারছি। কিন্তু স্যারের বদলির কথা জানতে পেরে খুবই কষ্ট পেয়েছি আমরা। স্যার আমাদের স্কুলেই থাকেন এজন্য বদলির আদেশ বাতিলের জন্য জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেছি।

এ সময় একাধিক শিক্ষার্থী বলেন, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছি, এরপরও যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্যারের বদলি স্থগিত না করে তা হলে আমরা প্রয়োজনে ক্লাস বন্ধ করে রাস্তায় মানববন্ধনসহ অন্যান্য কর্মসূচি পালন করব। তবুও প্রিয় স্যারকে যেতে দেব না।  

বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লক্ষ্মী রানী পোদ্দার বলেন, শিক্ষার্থীরা মূলত তাদের প্রিয় শিক্ষকের বদলির আদেশ স্থগিতের জন্যই এ স্মারকলিপি দিয়েছে। বাস্তবিক অর্থে নাজমুল সাহেব তার পাঠদানের দক্ষতার কারণে শিক্ষার্থীদের কাছে খুবই প্রিয় একজন শিক্ষক। তার বদলির আদেশের আমাদেরও খুব খারাপ লাগছে।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, বালিকা উচ্চ বিদ্যালয়ের বাংলার সহকারী শিক্ষক মো. নাজমুল ইসলাম বদলি হয়েছেন। এই বদলির আদেশ স্থগিতের জন্য ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমার কাছে একটি স্মারকলিপি দিয়েছেন। আমি স্মারকলিপি গ্রহণ করেছি এবং শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবহিত করব।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0052011013031006