পড়াশোনার বাইরে চলে গেছে শিক্ষার্থীরা: হামিদা আলী - দৈনিকশিক্ষা

পড়াশোনার বাইরে চলে গেছে শিক্ষার্থীরা: হামিদা আলী

আকতারুজ্জামান ও জয়শ্রী ভাদুড়ী |

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ হামিদা আলী বলেছেন, একের পর এক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কারণে ছাত্রছাত্রীরা পড়াশোনার বাইরে চলে গিয়েছিল। কিন্তু এইচএসসি ও সমমানের কোনো পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি। ছাত্রছাত্রীরা ভেবেছিল প্রশ্নপত্র পেয়ে সহজে পরীক্ষা দেবে। কিন্তু প্রশ্নফাঁসের ঘটনা না ঘটায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় তুলনামূলকভাবে ফলাফল কমে গেছে।

গতকাল আলাপকালে এসব কথা বলেন তিনি। হামিদা আলী আরও বলেন, এখনকার ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে চায় না। তাদের মধ্যে পড়াশোনার বিষয়ে অনীহা চলে এসেছে। অনেক চেষ্টা করেও ছাত্রছাত্রীদের পড়াশোনার মধ্যে আনা যায় না। বিজ্ঞানের ছাত্ররা পড়াশোনা করলেও মানবিকের শিক্ষার্থীরা একেবারেই পড়তে চায় না। তারা না পড়েই পাস করতে চায়। তাই বিজ্ঞানের থেকে মানবিকের ছাত্রছাত্রীরা ফল খারাপ করেছে। শিক্ষার্থীরা শিখতে না চাইলে শিক্ষকদের কিছু করার থাকে না। এ ছাড়া এবারের এইচএসসি পরীক্ষা নেওয়া নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ছিল কঠোর।

পরীক্ষা কেন্দ্রেও কোনো অনিয়ম দেখা যায়নি। পরীক্ষার্থী আর পরিদর্শক ছাড়া কোনো শিক্ষকও পরীক্ষার হলে ঢুকতে পারেননি। এ শিক্ষাব্যক্তিত্ব আরও বলেন, খাতা যথাযথভাবে মূল্যায়নের কারণেও এবারের পরীক্ষার ফল যথাযথ হয়েছে। এভাবে পরীক্ষা হলে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার আগ্রহ তৈরি হবে। পরীক্ষার ফল কম মনে হলেও এমন ফল নিয়েই আমাদের অগ্রসর হতে হবে। তাহলে শিক্ষা নিয়ে একটা মানের জায়গায় পৌঁছাতে পারব আমরা। সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হামিদা আলী আরও বলেন, পরীক্ষায় ভালো ফল করতে হলে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারে সিরিয়াস হতে হবে। একই সঙ্গে অভিভাবকদের তাদের সন্তানদের বিষয়ে সজাগ থাকতে হবে।

 

সৌজন্যে: বাংলাদেশ প্রতিদিন

অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি - dainik shiksha চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0060901641845703