ফাযিল-কামিল মাদরাসায় ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক - দৈনিকশিক্ষা

ফাযিল-কামিল মাদরাসায় ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক |

মাদক মুক্ত বাংলাদেশ গড়তে ফাযিল কামিল মাদরাসা ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ভর্তির আগে শিক্ষার্থীদের ডোপ টেস্ট বা বিশেষ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করেছে শিক্ষা মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানে ভর্তির চূড়ান্ত পরীক্ষার আগে শিক্ষার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরকে। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে।

দেশের সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির চূড়ান্ত পরীক্ষার আগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে। মাদক মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিশ্ববিদ্যালয়, ফাযিল-কামিল মাদরাসা ও ইঞ্জিনিয়ারিং কলেজ গুলোর মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আগে শিক্ষার্থীদের ডোপ টেস্ট চালু করার সুপারিশ করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সে প্রেক্ষিতে চলতি বছর থেকেই ফাযিল কামিল মাদরাসা ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ভর্তির আগে শিক্ষার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে। চলতি মাসের শুরুতে এ নির্দেশনা মাদরাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে সূত্র দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছে।

জানা গেছে, গত ১ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির নবম সভা। সভায় দেশকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে এবং শিক্ষিত ও সুস্থ জাতি উপহার দিতে বিশ্ববিদ্যালয় বা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা বা ডোপ টেস্ট বাধ্যতামূলক করার সুপারিশ করে কমিটি। একই সাথে সরকারি বেসরকারি চাকরিতে নিয়োগে ডেপাটেস্ট বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছিল। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আফছারুল আমিন, মো. হাবিবার রহমান, মো. সামছুল আলম দুলু, পীর ফজলুর রহমান ও সুলতান মোহাম্ম মনসুর আহমেদসহ সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ  ও সদস্য ড. মুহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন। 

শিক্ষা মন্ত্রণালয় সূত্র দৈনিক শিক্ষাডটকমকে জানায়, বিশ্ববিদ্যালয় বা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা বা ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সুপারিশের বিষয়ে গত ৫ ফেব্রুয়ারি চিঠি পাঠিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগকে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের  সুরক্ষা সেবা বিভাগ। মাদকের অভিশাপমুক্ত জাতি গড়তে সে সুপারিশ আমলে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্র দৈনিক শিক্ষাডটকমকে আরও জানায়, চলতি বছর থেকেই বিশ্ববিদ্যালয় বা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে ডোপ টেস্ট বা বিশেষ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে গত ৫ মার্চ ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ফাযিল ও কামিল মাদরাসায় ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরকে। আশা করছি শিগগিরই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশিন ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে নির্দেশনা দেয়া হবে। 

এদিকে জাতীয় সংসদ সচিবালয়ের একটি সূত্র দৈনিক শিক্ষাডটকমকে জানায়, গত ১ ডিসেম্বর অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির নবম সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেছিলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো মাদকমুক্ত রাখার জন্য ভর্তির সময় ডোপ টেস্ট বাধ্যতামূলক করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। অনেক স্কুল-কলেজে এ কার্যক্রম চলমান আছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট করেছে। তবে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট অনুসরণ না করলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কিছুই করার থাকে না। তবে, এ ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা থাকলে ভালো হত বলেও কমিটিকে জানান তিনি। সে প্রেক্ষিতে দেশের সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির চূড়ান্ত পরীক্ষার আগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে শিক্ষা মন্ত্রণায়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগকে সুপারিশ করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

এমপিও কোড পেলো আরো ১৪ স্কুল-কলেজ - dainik shiksha এমপিও কোড পেলো আরো ১৪ স্কুল-কলেজ নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী হিটস্ট্রোকে বিশ্ববিদ্যালয় ছাত্র তূর্যের মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে বিশ্ববিদ্যালয় ছাত্র তূর্যের মৃত্যু পরীক্ষার নাম এসএসসিই থাকবে, ওয়েটেজ ৫০ শতাংশ - dainik shiksha পরীক্ষার নাম এসএসসিই থাকবে, ওয়েটেজ ৫০ শতাংশ ফরেনসিক অডিটে ফাঁসছেন দশ হাজার জাল সনদধারী - dainik shiksha ফরেনসিক অডিটে ফাঁসছেন দশ হাজার জাল সনদধারী কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপ - dainik shiksha প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা please click here to view dainikshiksha website Execution time: 0.0037069320678711