ফিনল্যান্ডের সৈকতজুড়ে বরফের ডিম - দৈনিকশিক্ষা

ফিনল্যান্ডের সৈকতজুড়ে বরফের ডিম

দৈনিকশিক্ষা ডেস্ক |

ফিনল্যান্ডের উপকূলে ডিমের আকৃতির হাজার হাজার বরফখণ্ড আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম এখন। বিরল আবহাওয়ার কারণে বরফের এমন আকৃতি হয়েছে বলছেন বিশেষজ্ঞরা। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

বিবিসির প্রতিবেদনে আরো জানা যায়, বরফের ডিমে আবৃত ফিনল্যান্ড ও সুইডেনের মাঝে হাইলোটো নামে দ্বীপটি সৈকত। এই দৃশ্যের ছবি তোলেন শখের ফটোগ্রাফার রিসতো মাতিলা।

বিশেষজ্ঞদের মতে, বিরল কোনো আবহাওয়া প্রক্রিয়ায় বাতাস আর পানির ধাক্কায় বরফের ছোট ছোট কুচি যুক্ত হয়ে ডিমের আকৃতি নিয়েছে। পার্শ্ববর্তী ওউলু শহরের বাসিন্দা রিসতো মাতিলা জানান, এমন দৃশ্য তিনি জীবনেও দেখেননি।

তিনি বলেন, ‘সৈকত জুড়ে বরফের কুচির ওপর সারি সারি বরফের ডিম। জলের গোড়া পর্যন্ত বিস্তৃত। এ অঞ্চলে আমি ২৫ বছর ধরে বসবাস করছি। কখনও এমনটা দেখিনি।’

মাতিলা বলেন, ‘প্রায় একশ ফুট জুড়ে হাজার হাজার বরফের ডিম পড়ে ছিল। সবচেয়ে ছোটটি ছিল ডিমের আকৃতির। সবচেয়ে বড়গুলো ছিল ফুটবলের সমান আকৃতির।’

আবহাওয়াবিদ জর্জ গুডফেলো বলেন, ‘সাগরে ঠান্ডার সাথে সাথে বাতাস বইলে এ ধরনের বরফের বল তৈরি হতে পারে।’

তিনি বলেন, ‘বরফের কুচিগুলো ঢেউয়ের ধাক্কায় একসঙ্গে মিশে বড় হতে থাকে তারপর ঠান্ডায় সাগরের পানি জমে সেগুলোর সাথে যুক্ত হয়ে সেগুলো গোলার আকৃতি নেয়। ওই সব বরফের বল সাগরের পানির ধাক্কায় মসৃণ হতে থাকে।’

তিনি বলেন, ‘তারপর ভাটায় পানি নেমে গেলে বরফের গোলাকৃতি ঐ পিণ্ডগুলো সাগরতীরে পড়ে থাকে। অনেক সময় ঢেউয়ের ধাক্কায় সেগুলো তীরে চলে আসে।’

এর আগে রাশিয়া এবং শিকাগোর মিশিগান লেকে এ ধরনের বরফের ডিম দেখা গিয়েছিল।

২০১৬ সালে সাইবেরিয়ার নিদা এলাকার বাসিন্দারা সাগরতীরে ১১ মাইল জুড়ে বরফের বিরাট বিরাট বল দেখেছিলেন। এগুলোর কিছু ছিল টেনিস বলের আকৃতির। সবচেয়ে বড়গুলোর ব্যাসার্ধ ছিল তিন ফুট।

ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0070521831512451