ফুলবাড়ীতে স্কুল মাঠে পশুর হাট - Dainikshiksha

ফুলবাড়ীতে স্কুল মাঠে পশুর হাট

কুড়িগ্রাম প্রতিনিধি |

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার রাবাইতারী এসবি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে বসছে গরু-ছাগলের হাট। এমনিভাবে চলে আসছে বছরের পর বছর খড়িবাড়ী হাটের এসব কর্মকাণ্ড। ক্রেতা-বিক্রেতার উপস্থিতি বেশি হওয়ায় অন্যান্য হাটের চেয়ে একবছরে রাজস্ব আদায় ২৪ লাখ ছত্রিশ হাজার টাকা। উপজেলা আওয়ামী লীগের সভাপতির ছোট ভাই হাট ইজারাদার আহাম্মদুর রহমান আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ায় স্কুল শিক্ষার্থী ও গভর্নিং বডির সদস্যরা ভয়ে তাদেরকে কিছু বলতে পারে না।

এখানে গরু, ছাগল, মহিষ, ভেড়া, বাইসাইকেল, রিকশা, ভ্যান, ট্রলি, সুপারি, কাঠের তৈরি খাট, চৌকিসহ অন্যান্য দ্রব্যসামগ্রী রাখা হয়। এমনকি হাটবাজারের টোল আদায়ের বিলবোর্ডও লাগানো হয়নি, ইচ্ছামতো টোল নেন তারা। সরেজমিন গিয়ে দেখা যায়, সপ্তাহে শুক্রবার ও সোমবারে বসে গরু-ছাগলের হাট। হাট ইজারা কমিটির চুক্তিনামায় ২৪ লাখ ছত্রিশ হাজার টাকায় রাজস্বে এক বছরের জন্য খড়িবাড়ী হাটটি ইজারা দেয়া হয়েছে।

চুক্তির শর্ত অনুযায়ী ইজারাদার হাট সীমানার বাইরে কোনো প্রকার দ্রব্যসামগ্রীর হাট বসাতে বা টোল আদায় করতে পারবে না। এ ছাড়াও ইজারাদার নিজ খরচে পরিষ্কার রাখবে। কিন্তু বাস্তবে তা দেখা গেছে ভিন্ন। ইজারাদার সকল শর্ত ভঙ্গ করে রীতিমতো হাটের বাইরে স্কুল মাঠে হাট বসিয়েছেন। এমন একটি বড় বিদ্যাপীঠ মাঠে বসে গরু-ছাগলের হাট, মাঠটি প্রায় সময় থাকে নোংরা, অপরিচ্ছন্ন। ওই শিক্ষা প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরাও ইজারাদারের ভয়ে কথা বলতে চান না।

ঘড়িবাড়ী হাটের ইজারা গ্রহীতা আহাম্মদুর রহমান শেখের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, অনেক বছর থেকে ওই স্কুল মাঠে গরু-ছাগলের হাট বসে। তাই প্রতি শুক্রবার ও সোমবার হাট বসানো হয়। হাট শেষে আমরাই মাঠটি পরিষ্কার করে রাখি যাতে প্রতিষ্ঠানের কোনো প্রকার সমস্যা না হয়। রাবাইতারী এসবি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাউর রহমান বলেন, হাট ইজারার জায়গা কম থাকায় স্কুল মাঠে গরু-ছাগলের হাট বসে।

আমি প্রায় একবছর হলো প্রধান শিক্ষকের দায়িত্ব নেয়ার। এই মাঠে অনেক বছর থেকে হাট বসে। তবে স্কুল মাঠে গরু-ছাগলের হাট বসানোর কোনো নিয়ম নেই। এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোছা. মাছুমা আরেফিন জানান, যার নামে হাট ইজারা দেয়া হয়েছে চুক্তিনামায় উল্লেখ করা আছে সরকারি ইজারা মূল্যের জায়গা ছাড়া স্কুল মাঠে গরু-ছাগলের হাট বসানো যাবে না। তবে বিষয়টির খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন জানান, বিষয়টি এখন শুনলাম। আমি দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে বলছি। স্কুল মাঠে আর যেন গরু-ছাগলের হাট না বসে।

ফল জালিয়াতি: পদে রেখেই সচিবের বিরুদ্ধে তদন্ত - dainik shiksha ফল জালিয়াতি: পদে রেখেই সচিবের বিরুদ্ধে তদন্ত শিক্ষক-কর্মচারী বদলি নীতিমালার কর্মশালা কাল - dainik shiksha শিক্ষক-কর্মচারী বদলি নীতিমালার কর্মশালা কাল দুবাইয়ে বন্যায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা - dainik shiksha দুবাইয়ে বন্যায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি - dainik shiksha ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি ৯৬ হাজার ৭৩৬ শিক্ষক নিয়োগ, আবেদন করবেন যেভাবে - dainik shiksha ৯৬ হাজার ৭৩৬ শিক্ষক নিয়োগ, আবেদন করবেন যেভাবে ফিলিস্তিনকে সমর্থনের ‘অভিযোগে’ সেরা ছাত্রীর বক্তৃতা বাতিল - dainik shiksha ফিলিস্তিনকে সমর্থনের ‘অভিযোগে’ সেরা ছাত্রীর বক্তৃতা বাতিল মেডিক্যাল ভর্তি পরীক্ষা হতে পারে জানুয়ারিতে - dainik shiksha মেডিক্যাল ভর্তি পরীক্ষা হতে পারে জানুয়ারিতে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0038409233093262