বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ - দৈনিকশিক্ষা

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি |

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ করে নেয়া হয়েছে। বুধবার (১ জানুয়ারি)  বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন চত্বরে নতুন ভর্তি হওয়া ২ হাজার ৭৪৫ শিক্ষার্থীর নবীনবরণ অনুষ্ঠিত হয়। 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো: ছাদেকুল আরেফিন। অনুষ্ঠানের শুরুতেই নবীনদের লালগোলাপ দিয়ে বরণ করে নেন সভাপতিসহ উপস্থিত অতিথিরা।     

প্রধান অতিথির বক্তব্যে ববি উপাচার্য প্রফেসর ড. মো: ছাদেকুল আরেফিন বলেন, সত্যিকারের মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে হবে। নবাগত শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়ার প্রতি মনোযোগী হতে আহ্বান জানান তিনি।  

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো: শাহজাহান জাতির জনকের নামে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। পাশাপাশি গবেষণামূলক  সৃষ্টিশীল শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে জ্ঞানার্জনের প্রতি যত্নশীল হতে পরামর্শ দেন।

শিক্ষক সমিতির সভাপতি ও মানবিক অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন, বিশ্ববিদ্যালয় উন্মুক্ত জ্ঞানার্জনের অঙ্গন। পিতামাতার অর্থ, শ্রমের যথাযথ গুরুত্ব দিয়ে পড়াশোনা করে একজন সুনাগরিক হতে বলেন। পাশাপাশি ২০২০ খিষ্টাব্দকে মুজি বর্ষ হিসেবে পালনে নতুনদের বঙ্গবন্ধুর আদর্শ ধারণের আহ্বান প্রতি জোরালো বক্তব্য রাখেন।                                  

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এম এ সাত্তার, বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মো: আব্দুর রহিম খান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর রফিকুন্নেসা আলী, আইন অনুষদের ডীন মো: আব্দুল কুদ্দুস মিয়া, রেজিস্ট্রার প্রফেসর ড. মো: নূরউদ্দিন আহমেদ, প্রক্টর ড. রাজিউর রহমান, ছাত্র কল্যাণ সম্পাদক ড. কাজী মসিউর রহমান, শেখ রেহানা হলের প্রভোস্ট মো: রোকনুজ্জামান এবং সিএসই বিভাগের সভাপতি ড. সালেহ আহমেদ।

নবীন বরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি, অভিভাবকরা উপস্থিত ছিলেন। এ বছর বিশ্ববিদ্যালয়ে ৯টি অনুষদের ৩৪টি বিভাগে ২ হাজার ৭৪৫ শিক্ষার্থী ভর্তি হয়েছে।

স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.015424013137817