বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ: আলোচনা করতে ঢাকায় শ্যাম বেনেগাল - দৈনিকশিক্ষা

বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ: আলোচনা করতে ঢাকায় শ্যাম বেনেগাল

দৈনিক শিক্ষা ডেস্ক |

রূপালি পর্দায় উঠে আসবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন। তার জীবনভিত্তিক বায়োপিকে মেলে ধরা হবে সংগ্রামী জীবনগাঁথা। চলচ্চিত্রটি নির্মাণ করবেন ভারতের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল। চলচ্চিত্রটি নির্মাণের বিষয়ে আলোচনা করতে সোমবার রাতে চার দিনের সফরে ঢাকায় আসেন এই প্রখ্যাত নির্মাতা। তার এ সফরের মাধ্যমে ছবিতে বঙ্গবন্ধু চরিত্রে কে অভিনয় করবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে। এছাড়া ঢাকায় অবস্থানকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে এ বিষয়ে বৈঠকে বসবেন।

সাংবাদিকদের এসব বিষয়ে নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আজহারুল হক। ছবিটি নির্মাণের জন্য ইতোমধ্যে বাংলাদেশের ১০ জন ও ভারতের ৯ জন মিলিয়ে ১৯ সদস্যের একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বাংলাদেশ অংশের নেতৃত্ব দিচ্ছেন আজহারুল হক।

আজহারুল হক বলেন, রাতে ঢাকায় এসে পৌঁছান শ্যাম বেনেগাল। থাকবেন একটি পাঁচ তারকা হোটেলে। আজ সকালে তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে দেখা করবেন। এরপর তিনি সৈয়দ হাসান ইমাম, নাসির উদ্দীন ইউসুফসহ এ দেশের চলচ্চিত্র ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলবেন। কাল সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি ছবির অগ্রগতি নিয়ে আলোচনা করবেন।

ছবিটি বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হবে। ২০২০ খ্রিষ্টাব্দে শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের প্রাক্কালে তার জীবন নিয়ে যে চলচ্চিত্র বা বায়োপিক তৈরির পরিকল্পনা করা হয়েছে, তার পরিচালক হিসেবে বাংলাদেশ সরকার মুম্বাইয়ের শ্যাম বেনেগালকে বেছে নিয়েছে। ৮৩ বছর বয়সী এই প্রখ্যাত ও প্রবীণ পরিচালক অবশ্য অনেক আগে থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গবেষণা ও পড়াশোনা করছেন। নির্মিতব্য এ ছবিটি নিয়ে গত বছর অক্টোবরে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে শ্যাম বেনেগাল বলেন, ছবিটি বানানোর জন্য তিনি এখন পুরোপুরি প্রস্তুত এবং ছবির নাম ভূমিকায় কে অভিনয় করবেন, তা নিয়েও চিন্তা-ভাবনা শুরু করেছেন।

স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0076849460601807