বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের শাস্তি দাবিতে মানববন্ধন - Dainikshiksha

নৈতিক স্খলনের অভিযোগবিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের শাস্তি দাবিতে মানববন্ধন

ববি প্রতিনিধি |

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের নৈতিক স্খলনের অভিযোগ তদন্তপূর্বক বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় সদর উপজেলার কর্নকাঠীতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির আহ্বানে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ছাড়াও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হেনা রানী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া, সাবেক সাধারণ সম্পাদক তানভীর কায়ছারসহ অন্যরা। 

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, রেজিস্ট্রার মনিরুল ইসলামের অনৈতিক কর্মকাণ্ডে তারা বিব্রত। বিশ্ববিদ্যালয়ে একের পর এক যৌন নিপীড়নের ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নিচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষার স্বার্থে ওই ঘটনা তদন্ত করে অভিযুক্তকে চাকরিচ্যুত করাসহ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। 

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা বলেছেন, গত বছরও রেজিস্ট্রারের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক নারী কর্মকর্তাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছিল। ওই ঘটনার কোন বিচার হয়নি। এবারও চাকরিপ্রত্যাশী এক ছাত্রীকে রেজিস্ট্রারের যৌন হয়রানির বিচার নিয়ে তারা সন্দিহান। তারা অনতিবিলম্বে ওই ঘটনা তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে শাস্তির দাবি জানান। 

মানববন্ধনের সভাপতি শিক্ষক সমিতির সভাপতি হেনা রানী বিশ্বাস বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক নারী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীর দাপ্তরিক প্রয়োজনে রেজিস্ট্রারের কাছে যেতে হয়। কিন্তু এখন এই রেজিস্ট্রারের কাছে যেতে কেউ নিরাপদ বোধ করেন না। নারী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা রেজিস্ট্রারকে নিয়ে আতংকে আছেন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য রেজিস্ট্রারের অনৈতিক ভিডিও তদন্ত করে তিনি অভিযুক্ত হলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষক সমিতির সভাপতি। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক বলেন, শিক্ষক সমিতির অভিযোগের প্রেক্ষিতে সিন্ডিকেট সদস্যদের নিয়ে ৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। 

তদন্ত কমিটির উপর কোন পক্ষ প্রভাব বিস্তার করতে পারে আশংকায় তদন্ত কমিটির ৩ সদস্যের নাম এবং কবে তদন্ত কমিটি হয়েছে, তা বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন উপাচার্য।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মু. মুহসিন উদ্দিনকে প্রধান করে গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক রাহাত হোসাইন ফয়সাল এবং বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস। এই ৩ জনই বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কমিটির সদস্য।

তদন্ত কমিটির সদস্য প্রফেসর মো. ইউনুস বলেন, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ তদন্তে গত সোমবার রাতে উপচার্য ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। বুধবার তদন্ত কমিটি উপাচার্যের দেখা করে কার্যক্রম শুরু করবে। তদন্ত শেষে পরবর্তী ১৫ কার্য দিবসের মধ্যে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দেবেন তারা। 

সম্প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনৈতিকতার একটি ভিডিও সর্বত্র ভাইরাল হয়ে যায়। এক চাকরিপ্রত্যাশী কলেজছাত্রীকে চাকরি পাইয়ে দিতে সহযোগিতার আশ্বাস দিয়ে তাকে বিভিন্ন সময় নগরীর রূপাতলী হাউজিংয়ে বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা একা বাসায় ডাকার অভিযোগ রয়েছে রেজিস্ট্রারের বিরুদ্ধে। 

প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ - dainik shiksha প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার - dainik shiksha তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি নতুন শিক্ষাক্রম ও কিছু কথা - dainik shiksha নতুন শিক্ষাক্রম ও কিছু কথা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার - dainik shiksha স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য - dainik shiksha শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন - dainik shiksha নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন please click here to view dainikshiksha website Execution time: 0.0046291351318359