বরিশালে করোনা ভাইরাস পরীক্ষার ব্যবস্থা নেয়া হচ্ছে - দৈনিকশিক্ষা

বরিশালে করোনা ভাইরাস পরীক্ষার ব্যবস্থা নেয়া হচ্ছে

বরিশাল প্রতিনিধি |

পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল ৫ আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক শামীম বলেছেন, ‘বরিশালে যাতে করোনা ভাইরাস পরীক্ষা করা যায় সেজন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে। ইতোমধ্যে এখানে পরীক্ষা নেয়ার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

বুধবার (২৫ মার্চ) বিকেলে বরিশাল প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক জরুরি সভায় বরিশাল পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘আমি ঢাকা থেকে বরিশালে এসেছি একমাত্র করোনা নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য। ইতোমধ্যে বরিশাল ৫ আসনের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে মাস্ক, স্যানিটাইজার ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। পরিস্থিতি বোঝার জন্য বরিশালে এসেই মিটিং করেছি। ঢাকা থেকে আসার সময় দেখলাম দলে দলে লোক আসছে ঢাকা থেকে। তারা গ্রামের বাড়ি যাচ্ছে, যেটা ভয়ের বিষয়। এ কারণে করোনা স্থিতি লাভ করতে পারে এবং লোকজন ছুটি পেয়ে গ্রামে ছোটায় বিস্তৃতি লাভ করতে পারে করোনা ভাইরাস।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমি জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারকে বলেছি আজকেও বরিশালের রাস্তায় যারা রয়েছেন তারাও যাতে ঘরে থাকে সেই ব্যবস্থা গ্রহণ করতে। কালকে থেকে তারা রাস্তায় শক্তভাবে পেট্রোলিং করবে। কোনো লোকজনকে রাস্তায় আসতে দেয়া হবে না। নিত্যপ্রয়োজনীয় জিনিস ক্রয় ছাড়া কাউকে রাস্তায় দাঁড়াতে দেয়া হবে না। সবাইকে বাড়িতে পাঠিয়ে দেয়া হবে। তাছাড়া নগরীতে যে হাটার স্থানগুলো রয়েছে যেমন বঙ্গবন্ধু উদ্যানেও কাউকে হাটতে দেয়া যাবে না। জনগণ যে খামখেয়ালি করে রাস্তায় নামছে এটা বন্ধ করতেই হবে। সবাইকে সচেতন হতে হবে। এটা এমন একটা জিনিস যার সাথে যুদ্ধ করা যাবে না। যাকে চোখে দেখা যায় তার সাথে যুদ্ধ করা অসম্ভব। এটা থেকে যতদ্রুত সামলাতে পারবো ততদ্রুত উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে।’

জাহিদ ফারুক বলেন, ‘শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে খবর নিয়েছি। এখানে ডাক্তার রেডি রয়েছে। তাছাড়া অ্যাপোলো হাসপাতালটিও রেডি রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সগুলোও প্রস্তুত রয়েছে। সবই আলোচনা আমরা করেছি। অনেক জায়গায় শুনেছি ডাক্তাররা আসতে চাচ্ছেন না, সেখানে আমি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ডাক্তারদের সাথে কথা বলতে বলেছি। দরকার হলে আমি নিজেও কথা বলবো বলে জানিয়েছি। আমাদের কাছে যে কিট রয়েছে তা ১ সপ্তাহের মতো চলবে। আজকে ঢাকায় লোক পাঠানো হয়েছে আরও কিট আনার জন্য। আশা করি কালকেই তা চলে আসবে। জনসচেতনতার জন্য আরও লিফলেট বিতরণ এবং ব্যক্তিগত উদ্যোগে আরও ৭ হাজার মাস্ক ও ৪ হাজার হ্যান্ড স্যানিটাইজার আমি অর্ডার করেছি। ২/১ দিনের মধ্যে তা পেয়ে যাবো এবং এরপরেই বিতরণ করা হবে।’

ষষ্ঠ-নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি - dainik shiksha ষষ্ঠ-নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ - dainik shiksha শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ অষ্টম পর্যন্ত অবৈতনিক শিক্ষায় সরকারকে সহযোগিতা করবে ইউএনএফপিএ - dainik shiksha অষ্টম পর্যন্ত অবৈতনিক শিক্ষায় সরকারকে সহযোগিতা করবে ইউএনএফপিএ ইসরায়েলকে বোমা পাঠানো বন্ধ রাখছে যুক্তরাষ্ট্র - dainik shiksha ইসরায়েলকে বোমা পাঠানো বন্ধ রাখছে যুক্তরাষ্ট্র ভুইফোঁড় শিক্ষক সমিতি নেতাদের এমপিও বাতিল হতে পারে - dainik shiksha ভুইফোঁড় শিক্ষক সমিতি নেতাদের এমপিও বাতিল হতে পারে শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ - dainik shiksha শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ ঢাকা শিক্ষা বোর্ডের জাপান টিকিট ৩০ লাখ! - dainik shiksha ঢাকা শিক্ষা বোর্ডের জাপান টিকিট ৩০ লাখ! জাল সনদধারী শিক্ষকের এমপিও বাতিল - dainik shiksha জাল সনদধারী শিক্ষকের এমপিও বাতিল কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0069270133972168