বরিশালের নার্সিং কলেজে নবীন বরণ অনুষ্ঠিত - দৈনিকশিক্ষা

বরিশালের নার্সিং কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধি |

বরিশালের নার্সিং কলেজগুলোতে  শিক্ষার্থীদের নবীন বরণ  অনুষ্ঠিত হয়েছে। বর্ণিল আয়োজনে বরিশাল রাজধানী নার্সিং কলেজ, বরিশাল সরকারি নার্সিং কলেজ পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করে। 

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় নগরীর বাংলা বাজার এলাকায় ফারিয়া কমিউনিটি সেন্টারে রাজধানী নার্সিং কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ,  সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন। সভাপতিত্ব করেন অধ্যক্ষ ডা. স্বপন কুমার মিত্রর। 

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করে রাজধানী নার্সিং কলেজের শিক্ষার্থীরা। এরপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. বাকির হোসেন বলেন, সাধারণ শিক্ষার সঙ্গে মেডিকেল ও নার্সিং শিক্ষাকে মেলালে হবে না। কেবল নার্স হওয়াই বড় কথা নয়। সেবার মনোবৃত্তি নিয়ে সত্যিকার মানুষও হতে হবে। দেশের স্বাস্থ্যসেবায় অবদান রেখে সার্বিক উন্নয়নে অংশিদার হতে হবে । এজন্য সরকারি প্রতিষ্ঠানের বাইরে সরকার বেসরকারি উদ্যোক্তাদের পৃষ্ঠপোষতার জন্য আহ্বান জানান তিনি।

রাজধানী  নার্সিং  কলেজের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম বলেন,  নার্সিং এর শিক্ষার্থীরা সরাসরি মানুষের সঙ্গে যুক্ত থেকে শিক্ষ গ্রহণ করে এবং শিক্ষা শেষে সরাসরি মানুষের সেবার কাজে আত্মনিয়োগ করে। এই শিক্ষার্থীরাই আগামী দিনে স্বাস্থ্যসেবা খাতকে উন্নত করতে সক্ষম হবে।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা কাজী মো. নাসিরউদ্দিন আহম্মেদ, বরিশাল হেলথ অ্যান্ড টেকনোলজী কলেজের শিক্ষক মো. মিজানুর রহমান, জরিহর-মেহেরুন নাসিং কলেজের প্রতিষ্ঠাতা ও রাজধানী নার্সিং কলেজের পরিচালক মেহেরুননেছা বেগম, ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অধ্যক্ষ আলেয়া পারভীন, বিশেষজ্ঞ চিকিৎসক বাবুল কুমার, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের  সাবেক সেবা তত্ত্বাবধায়ক সেলিনা আক্তার, সরকারি ব্রজমোহন কলেজের ইংরেজির অধ্যাপক হৈমন্তী শুকলা প্রমুখ।

 পরে বিকেল তিনটায় অনুষ্ঠিত হয় নবীন ও পুরাতন শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি, সংগীত, নৃত্য, কৌতুক ও নাটক পরিবেশন করা হয়।

 এদিকে সকাল ১০টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাস সংলগ্ন সরকারি নার্সিং কলেজে নবীন বরণ অনুষ্ঠিত। কলেজের অধ্যক্ষ আনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, ডা. বাকির হোসেন, মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডা. মো. মাকসুমুল হক, নার্সিং কলেজের শিক্ষক হুমায়ুন কবির প্রমুখ। 

ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার - dainik shiksha মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0065867900848389