বশেমুরবিপ্রবির শিক্ষক সমিতির নেতৃত্বে হাসিবুর-রাকিবুল - দৈনিকশিক্ষা

বশেমুরবিপ্রবির শিক্ষক সমিতির নেতৃত্বে হাসিবুর-রাকিবুল

বশেমুরবিপ্রবি প্রতিনিধি |

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতি নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। এতে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. হাসিবুর রহমান ১৩০ ভোট পেয়ে সভাপতি ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের মো. রাকিবুল ইসলাস ১৪০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এর আগে গতকাল মঙ্গবার বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডরমেটরিতে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে কার্যনির্বাহী পরিষদ-২০ এর ভোটগ্রহণ কার্যক্রম। ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ৯টায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. দীপঙ্কর কুমার। এতে শিক্ষক ঐক্য পরিষদকে হারিয়ে জয়লাভ করে শিক্ষক পরিষদ প্যানেল।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী হিসেবে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ইমরান হোসেন ৯৫ ভোট পেয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী হিসেবে বাংলা বিভাগের মো. আব্দুর রহমান ৮২ ভোট পেয়েছেন।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহ-সভাপতি ড. বশির উদ্দিন (ম্যানেজমেন্ট স্টাডিজ-১১৩ ভোট); যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন (পরিসংখ্যান বিভাগ-১২৬ ভোট), কোষাধ্যক্ষ ড. মাহবুব হাসান (বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি-১৩৬ ভোট), প্রচার সম্পাদক শামসুল আরেফীন (সমাজবিজ্ঞান বিভাগ-১০১ ভোট)।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাহবুব আলম, সাদ্দাম হোসেন, মো. এমদাদুল হক, শানিতা জামান স্মৃতি, তরিকুল ইসলাম, মো. আল আমীন, অভিজিৎ বিশ্বাস, মো. আনোয়ারুজ্জামান ও লোকপ্রশাসন বিভাগের প্রণীতা দত্ত।

সভাপতি ড. হাসিবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সকল শিক্ষকদের প্রতিনিধিত্ব করে। বিশ্ববিদ্যালয়ে চলমান অস্থিতিশীল পরিস্থিতিকে স্বাভাবিক করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনে প্রশাসনিক চেইন অব কমান্ড অব্যবস্থাকে যথাযথ ব্যবস্থায় নিয়ে আসা সহ ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভেঙে পড়া সম্পর্ককে উন্নত করতে কাজ করবো। এছাড়া মহান ব্যক্তিত্ব বঙ্গবন্ধু নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে উন্নত শিক্ষা কার্যক্রম, জ্ঞান চর্চা, গবেষণাসহ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সর্বোচ্চ কাজ করার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ৭টি পদের বিপরীতে শিক্ষকদের দুইটি প্যানেল থেকে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া দুইজন শিক্ষক স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করেন।

প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী - dainik shiksha প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের - dainik shiksha পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার - dainik shiksha ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার - dainik shiksha প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় - dainik shiksha শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে please click here to view dainikshiksha website Execution time: 0.0038399696350098