বাকৃবিতে ২ জনকে সাময়িক বরখাস্ত, ৬ জনকে শোকজ - দৈনিকশিক্ষা

বাকৃবিতে ২ জনকে সাময়িক বরখাস্ত, ৬ জনকে শোকজ

বাকৃবি প্রতিনিধি |

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উপাচার্যের কার্যালয়ে হট্টগোল ও হাতাহাতির ঘটনায় দু’জনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত এবং ছয়জনকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

বুধবার (১৯ সেপ্টেম্বর) উপাচার্যের আদেশক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক নোটিসে আগামি সাতদিনের মধ্যে উপযুক্ত উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সাময়িক বহিস্কৃতরা হলেন, শিক্ষা বিষয়ক শাখার কর্মচারী মো. মোশারফ হোসেন, কর্মকর্তা পরিষদের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান টিটু।

এছাড়াও বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ আবুল বাসার আমজাদ, ডেপুটি লাইব্রেরিয়ান মো. খাইরুল আলম নান্নু, মো. আবদুল বাতেন, ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের মোহাম্মদ মোস্তাইন কবীর সোহেল, সংস্থাপন শাখার সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আশিকুল আলম বাচ্চু ও খামার ব্যবস্থাপনা শাখার এডিশনাল রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীনকে কারণ দর্শানোর নোটিস দেয় প্রশাসন। 

নোটিসে বলা হয়, সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপাচার্যের অনুমতি ছাড়াই উপাচার্যের কার্যালয়ে ঢুকে অভিযুক্তরা ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রোক্টর ডিন কাউন্সিলের আহ্বায়ক, রেজিস্টার ও সাংবাদিকদের সামনে উপাচার্য ও উপ-উপাচার্যকে লক্ষ করে অকথ্য ভাষায় কটুক্তি করে এবং অশালীন শারীরিক অঙ্গভঙ্গি করেন। এতে করে বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্যায়ের প্রশাসনিক কার্যক্রম ব্যহত হয় এবং উপাচার্যের সঙ্গে দুর্ব্যবহার করে যা বিশ্ববিদ্যালয়ের চাকরি সংবিধির সুস্পষ্ট লঙ্ঘন ও গুরুতর অপরাধ।

এদিকে, প্রশাসনের কারণ দর্শানোর নোটিস পাওয়ার পর অফিসার পরিষদের নেতারা মিছিল নিয়ে হিসাব সংরক্ষণ শাখা, প্রকৌশল শাখা, পরিকল্পনা ও উন্নয়ন শাখায় তালা ঝুলিয়ে দেন। কিন্তু প্রশাসন ভবনে পুলিশ মোতায়েন থাকায় তালা দিতে ব্যর্থ হয়। কর্মকর্তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ক্যাম্পাসে মিছিল করে কর্মচারীরা। এ সময় তারা প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

এদিকে কারিগরি কর্মচারী পরিষদের পক্ষ থেকে আন্দোলনরত কর্মচারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ না করায় ধাওয়া দেয় কর্মচারী পরিষদের সাধারণ কর্মচারীরা। এতে কারিগরি কর্মচারী সমিতির সভাপতি আবদুল মোত্তালেব ও সাধারণ সুলতান মাহমুদ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার - dainik shiksha মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.003244161605835