বিদেশি মিডিয়ায় এমপি বুবলীর খবর - দৈনিকশিক্ষা

বিদেশি মিডিয়ায় এমপি বুবলীর খবর

দৈনিকশিক্ষা ডেস্ক |

প্রক্সি দিয়ে পরীক্ষা দেওয়ায় দেশব্যাপী আলোচিত নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) তামান্না নুসরাত বুবলী আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সংবাদ শিরোনাম হয়েছেন। বিএ পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের এই নেত্রী উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) থেকে বহিষ্কৃত হন।

বুবলীকে নিয়ে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি। এএফপির বরাত দিয়ে যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান, মালয়েশিয়ার নিউ স্ট্রেইটস টাইমসসহ বেশ কয়েক বিদেশি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করে। 

এএফপি জানায়, বুবলীর হয়ে তার মতো দেখতে আট নারী পরীক্ষা অংশগ্রহণ করেন। নাগরিক টিভির অনুসন্ধানে বিষয়টি ধরা পড়ে, পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ভাইরাল হয়ে যায়।

এদিকে জালিয়াতির সহায়তা নেওয়ায় বুবলীর সব পরীক্ষা ও রেজিস্ট্রেশন বাতিল করে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কর্তৃপক্ষ। এ ছাড়া ঘটনায় গঠিত চার সদস্যের তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রোববার সকালে বাউবির উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এম এ মান্নান এক জরুরি সভা করে এ সিদ্ধান্ত নেন। সভায় বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রের ডিন, পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রকেরা অংশ নেন।

সভায় ভিসি বলেন, বুবলী নিজে পরীক্ষা না দিয়ে পরপর আটটি পরীক্ষায় তার পক্ষে প্রক্সি দেওয়া হয়েছে। তবে শেষ দিনের পরীক্ষা দিতে গিয়ে হলে হাতেনাতে ধরা পড়েছেন এক শিক্ষার্থী। ঘটনাটি ধরা পড়া এবং এ নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর প্রাথমিক তদন্ত শেষে তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করেছে কেন্দ্র কর্তৃপক্ষ। একই সঙ্গে জালিয়াতির বিষয়টি আরও তদন্তে কলেজের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।

এমপি বুবলী ২০১১ খ্রিষ্টাব্দে সন্ত্রাসী হামলায় নিহত নরসিংদী পৌরসভার তৎকালীন মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনের স্ত্রী। একাদশ সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, বুবলী এইচএসসি পাস। তবে নিজের শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে নিতে তিনি বাউবির বিএ কোর্সে ভর্তি হয়েছিলেন।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0063309669494629