বিনামূল্যের বই বিতরণে অর্থ আদায়ের অভিযোগ! - দৈনিকশিক্ষা

বিনামূল্যের বই বিতরণে অর্থ আদায়ের অভিযোগ!

গাজীপুর প্রতিনিধি |

গাজীপুরে শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি বই পেতে টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গুদামে টাকা দিয়েও বই না পাওয়ায় বিক্ষোভ করেছেন শিক্ষকরা।

বই বিতরণের আগেই গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতি ওয়ার্ডে প্রতিনিধি নিয়োগ করে এসব টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসাসিয়েশনের যুগ্ম-সম্পাদক মো. শাহীন পারভেজ জানান, আগামী ১ জানুয়ারি অনুষ্ঠিত হবে বই উৎসব। এর আগেই গাজীপুর জেলা কিন্ডার গার্টেন (কেজি) অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মাসুদুর রহমানের নেতৃত্বে তার সহকর্মী মো. আবু তাহেরকে দিয়ে জেলার সকল কিন্ডার গার্টেনের চাহিদাপত্র তৈরি করে বিভিন্ন কিন্ডার গার্টেনের কাছ থেকে সরকারি বই সরবরাহ করার কথা বলে মোটা অংকের টাকা আদায় করা হয়েছে।


গাজীপুর সিটির প্রতি ওয়ার্ডে ওই টাকা আদায়ের জন্য একজন করে প্রতিনিধি নিয়োগ করেছেন তারা। যারা তাদের চাহিদামত ওই টাকা দেয়নি তাদের চাহিদাপত্র উপজেলা শিক্ষা অফিসে জমা দেয়া হয়নি এবং তাদের বই দেয়া হয়নি।

বৃহস্পতিবার দুপুরে জয়দেবপুর সরকারি বালিকা উচ্চবিদ্যলয়ের গুদাম থেকে বই আনতে গিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-প্রতিনিধিরা আংশিক বা পূর্ণ টাকা পরিশোধ করেও বই না পেয়ে বিক্ষোভ করেছেন। ওসব টাকা আদায়ে গাজীপুর সদর উপজেলা শিক্ষা অফিসও জড়িত।

ভুক্তভোগী শিক্ষকরা জানান, প্রতিষ্ঠান ও বইসেটের চাহিদা ভেদে ৬০০ টাকা থেকে ২০০০ টাকা তারা আবু তাহের ও তাদের প্রতিনিধির কাছে আগেই দিয়ে বৃহস্পতিবার বই নিতে যান। তারপরও সব বই না পেয়ে বিক্ষোভ করেন শিক্ষকরা।

গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকার মায়া একাডেমির সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, শিক্ষার্থীদের ১২ সেট বইয়ের জন্য আবু তাহের দুই হাজার টাকা চেয়েছেন। বৃহস্পতিবার সঙ্গে ওই টাকা না থাকায় তিনি স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে কর্তৃপক্ষ বিকাশের মাধ্যমে দুই হাজার টাকা পাঠায়।

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়িস্থ রিজো ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক শামীম জানান, তাদের স্কুলের শিক্ষার্থীদের জন্য বই নিতে এসে তাহেরকে দুই হাজার টাকা দিতে হয়েছে।

একই ধরনের অভিযোগ করেছেন গাজীপুর সদর বাঘের বাজার এলাকার আব্দুল গণি মডেল একাডেমি, হাকিম মাতাব্বর স্কুলসহ কয়েকশ স্কুলের শিক্ষকরা।

টঙ্গীর রিপাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষক বলেন, প্রতিষ্ঠানের জন্য ৬ষ্ঠ ও অষ্টম শ্রেণির ১৫ সেট বই পেতে ইতোপূর্বে আট হাজার টাকা নিয়েছেন আবু তাহের। নবম শ্রেণির বইয়ের জন্য আবু তাহের ১০ হাজার টাকা দাবি করেন।

গাজীপুর জেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মাসুদুর রহমান তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করে বলেন, আবু তাহের আমার সহকর্মী নয়। সে যদি আমার নাম করে টাকা আদায় করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

গাজীপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আনন্দ কুমার ভৌমিক জানান, তিনি বৃহস্পতিবার দুপুরে গুদাম থেকে শিক্ষকদের বই বিতরণকালে বাইরের একটি অনুষ্ঠানে ছিলেন। হট্টগোলের খবর শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। তবে তার কথা বলে বই বিতরণে টাকা আদায় করার বিষয়টি তার জানা নেই। কেউ নিয়ে থাকলে এটা তাদের ব্যাপার। আমি এর তীব্র নিন্দা জানাই।

স্কুল-কলেজ, মাদরাসা খুলবে ২৮ এপ্রিল - dainik shiksha স্কুল-কলেজ, মাদরাসা খুলবে ২৮ এপ্রিল সাত দিন বন্ধ ঘোষণা প্রাথমিক বিদ্যালয় - dainik shiksha সাত দিন বন্ধ ঘোষণা প্রাথমিক বিদ্যালয় তীব্র গরমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা - dainik shiksha তীব্র গরমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ - dainik shiksha প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ছাত্ররাজনীতি লাভজনক পেশায় পরিণত হয়েছে : ড. আইনুন নিশাত - dainik shiksha ছাত্ররাজনীতি লাভজনক পেশায় পরিণত হয়েছে : ড. আইনুন নিশাত কারিগরির সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির প্রজ্ঞাপন জারি - dainik shiksha কারিগরির সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির প্রজ্ঞাপন জারি মাদরাসায় ছুটির প্রজ্ঞাপন জারি - dainik shiksha মাদরাসায় ছুটির প্রজ্ঞাপন জারি দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0098869800567627