বুয়েট শিক্ষার্থীদের শপথ - দৈনিকশিক্ষা

বুয়েট শিক্ষার্থীদের শপথ

দৈনিকশিক্ষা ডেস্ক |

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের শিক্ষার্থীরা তাদের আন্দোলন স্থগিত করে সন্ত্রাস ও সাম্প্রদায়িক অপশক্তিকে রুখতে গণশপথ গ্রহণ করেছেন। গণশপথে উপাচার্যসহ কয়েকজন শিক্ষকও অংশ নেন। বুয়েট অডিটোরিয়ামে অনুষ্ঠিত শপথ শুরুর আগে বুয়েটের নিহত শিক্ষার্থী আবরার ফাহাদ স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শপথ পড়ান বুয়েটের ১৭তম ব্যাচের ছাত্রী রাফিয়া রিজওয়ানা। বুকে হাত রেখে তারা সমস্বরে শপথ নেন- ‘আজ এ মুহূর্ত থেকে বুয়েট পরিবারের একজন সদস্য হিসেবে আমি এই বিশ্ববিদ্যালয়ের সকলের কল্যাণ ও নিরাপত্তার নিমিত্ত আমার ওপর অর্পিত ব্যক্তিগত ও সামষ্টিক নৈতিক ও মানবিক সকল প্রকার দায়িত্ব সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। এ বিশ্ববিদ্যালয়ের আঙিনায় আমার জ্ঞাতসারে হওয়া প্রত্যেক অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে আমি সর্বদা সোচ্চার থাকব। আমি আরও প্রতিজ্ঞা করছি যে, এ বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার সন্ত্রাস ও সাম্প্রদায়িক অপশক্তির উত্থানকে আমরা সম্মিলিতভাবে রুখে দেব। নৈতিকতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সব ধরনের বৈষম্যমূলক অপসংস্কৃতি ও ক্ষমতার অপব্যবহার আমরা সমূলে উৎপাটিত করব। এ আঙিনায় যেন আর কোনো নিষ্পাপ প্রাণ ঝরে না যায় আর কোনো নিরপরাধ যেন অত্যাচারের শিকার না হয় তা আমরা সবাই মিলে নিশ্চিত করব।’ শুক্রবার (১৮ অক্টোবর) বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত এক সম্পাদকীয়তে এ তথ্য জানা যায়।

সম্পাদকীয়তে আরও বলা হয়, গণশপথের মাধ্যমে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হয়েছে। তারা ফিরে গেছেন তাদের শ্রেণিকক্ষে। বুয়েটের শিক্ষার্থীরা তাদের শপথের মাধ্যমে দেশের সেরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার নোংরা ভূতের কবল থেকে সুরক্ষা করতে চেয়েছেন। বুয়েটের পবিত্র অঙ্গন বার বার কলুষিত হয়েছে অপরাজনীতির বরপুত্রদের হাতে। এ শিক্ষাঙ্গনের পবিত্রতা নষ্ট হয়েছে রাজনীতির ভাড়াটিয়া সেবকদের উপস্থিতিতে। ছাত্রদলের সন্ত্রাসীদের আধিপত্য বিস্তারের নোংরা লড়াইয়ে অবৈধ অস্ত্রের গুলিবিনিময়ের মুখে পড়ে প্রাণ হারিয়েছেন বুয়েটের নিরীহ মেধাবী ছাত্রী সানি। ছাত্রলীগের ক্যাডার নামধারী মানুষ শকুনদের জিঘাংসার শিকার হতে হয়েছে আবরার ফাহাদকে। আমরা আশা করব, বুয়েট শিক্ষার্থীরা তাদের এই শপথে অটল থাকবেন। তাদের শপথ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে আলো ছড়াক- আমরা এমনটিই দেখতে চাই।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0041799545288086