ভালুকায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৪জন - দৈনিকশিক্ষা

ভালুকায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৪জন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি |

ময়মনসিংহের ভালুকায় এসএসসি, এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৩৪জন পরীক্ষার্থী। তাদের মধ্যে এসএসসিতে ১৭জন, দাখিলে ১৩জন ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী ৪জন। ভালুকায় মোট পরীক্ষার্থী ৫হাজার,৭শ ৮০জন। 

তাদের মধ্যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৪হাজার ৪শ ৬৫জন। এছাড়া, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল (স্কুল ও মাদরাসা) পরীক্ষার্থী ৩শ ৩৭জন। অপরদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ৯শ ৭৮জন পরীক্ষার্থী। ভালুকায় ৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে এসএসসি ৫টি ও দাখিল ২টি।

ভালুকায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৪জন 

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি কেন্দ্রগুলোর মধ্যে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত (ভোকেশনালসহ) ৬জন। এ কেন্দ্রে মোট প্রতিষ্ঠান (ভোকেশনালসহ) ২৪টি। বাটাজোর বিএম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ৬জন। এ কেন্দ্রে মোট প্রতিষ্ঠান ৮টি। সায়েরা সাফায়েত স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অনুপস্থিত ৫জন। এ কেন্দ্রের মোট প্রতিষ্ঠান ১৩টি।

হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ৩জন। এ কেন্দ্রে মোট প্রতিষ্ঠান ৬টি এবং উথুরা স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অনুপস্থিত ১জন। এ কেন্দ্রে মোট প্রতিষ্ঠান ৮টি। বাংলাদেশ মাদরাসা বোর্ডের অধীনে ভালুকা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অনুপস্থিত ৬জন। এ কেন্দ্রে মোট প্রতিষ্ঠান ২৫টি ও কাচিনা কেইউ ফাজিল মাদরাসা কেন্দ্রে অনুপস্থিত ৭জন। এ কেন্দ্রে মোট প্রতিষ্ঠান ১৬টি। 

অপরদিকে, বাংলাদেশ কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের জন্য স্কুল ও মাদরাসা সমন্বয়ে ১টি কেন্দ্র ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়। এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী অনুপস্থিত ৪জন। কারিগরি বোর্ডের অধীনে এ কেন্দ্রে মোট প্রতিষ্ঠান ৭টি।

প্রথম দিনে এসএসসি’র বাংলা প্রথম পত্র, এসএসসি ভোকেশনালের বাংলা-২ এবং দাখিলে কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা ছিল। নকলমুক্ত পরিবেশে ৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

এদিকে, হবিরবাড়ী সোনারবাংলা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেছেন সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। এছাড়া উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে ঘুরে পরিদর্শন ও সার্বিক তদারকি করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল। উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন। 

ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব ও পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান মোঃ আশেক উল্লাহ চৌধুরী জানান, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হয়েছে। 

ভালুকা ফাজিল মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্র সচিব ও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাশেম নুরী জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অনুপস্থিতি থাকলেও কোন বহিষ্কার নেই। 

হবিরবাড়ী সোনারবাংলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের, কেন্দ্র সচিব নুরুল ইসলাম মানিক জানান, শান্তিপুর্ণ পরিবেশে পরীক্ষা চলছে। 

জাতীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু সহ অন্যান্য কর্মকর্তাগন কেন্দ্র পরিদর্শন করেন। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেন্দ্রগুলোতে তৎপর ছিল পুলিশ। পরীক্ষার প্রথম দিন হওয়ায় কেন্দ্রের গেটগুলোতে পরীক্ষার্থীর অভিভাবদের প্রচুর ভিড় ছিল। অভিভাবকদের ভিড়ে রাস্তা বন্ধ হওয়ার উপক্রম হওয়ায়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরীক্ষার্থীদের যাতায়াতের পথকে সুগম ও নির্বিঘ করেন।  

স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0064308643341064