ভাষা শহীদদের প্রতি সম্মানে দুই বাংলার ‘সংযোগ’ অনুষ্ঠান উদ্বোধন - দৈনিকশিক্ষা

ভাষা শহীদদের প্রতি সম্মানে দুই বাংলার ‘সংযোগ’ অনুষ্ঠান উদ্বোধন

নিজস্ব প্রতিবদেক |

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে দুই বাংলার ‘সংযোগ-২০২০’ অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে।  শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে,  উদ্বোধন করা হয় সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা প্রাক্তনী সংসদ ও বঙ্গ সাহিত্য সমিতি আয়োজিত এই অনুষ্ঠান। এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘুরে, ভারতে অসম বিশ্ববিদ্যালয় হয়ে আগামি ২১ ফেব্রুয়ারি কলকাতার সেন্ট জেভিয়ার্স প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।

শনিবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে দুই বাংলার ‘সংযোগ-২০২০’ অনুষ্ঠান উদ্বোধন করা হয়

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় দূতাবাসের হেড সেক্রেটারি বিশ্বপ্রতীম চক্রবর্তী, ফাদার মিল্টন কোস্টারের নেতৃত্বে কলকাতা থেকে আগত প্রতিনিধিদলের অন্যতম সদস্য ও অনুষ্ঠানের আহ্বায়ক দীপন দাস, ময়ুখ মুখার্জী, কল্যাণ মজুমদার, বঙ্গ সাহিত্য সমিতির সম্পাদক প্রতীক মল্লিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় নীরবতা পালন ও পুষ্পার্ঘ অর্পণে মাধ্যমে ভাষা শহীদদের সম্মান জানানো হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে ফাদার মিল্টন কোস্টা বলেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যই এই অনুষ্ঠান করা হচ্ছে। ভাষার ক্রমবিলুপ্তির যুগে ভাষা রক্ষার এই অনুষ্ঠান আদতে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানের আহ্বায়ক দীপন দাস বলেন, সকল ভাষা বা ভাষা আন্দোলন, সে বাংলা হোক বা তামিল, নিজের মাতৃভাষাকে সম্মান জানানো ও আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ গড়ে তোলাই ' সংযোগ '- এর মূল লক্ষ্য। 

তিনি আরও জানান,  কেন্দ্রীয় শহীদ মিনার অনুষ্ঠান শেষে বিকেলে ৩টার দিকে মশাল পৌঁছায় ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ প্রাঙ্গণে। সেখানে মশাল গ্রহণ করেন বিশ্ববদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাহিরুল হক, ডিরেক্টর আবু রাসেল ও মেহেদী রাজেব। (রোববার) এই অনুষ্ঠানের পরবর্তী গন্তব্য জাহাঙ্গীরনগর বিশ্ববদ্যালয়। এরপর ভারতের অসম বিশ্ববিদ্যালয় (শিলচর) হয়ে ২১ শে ফেব্রুয়ারির পদযাত্রার মাধ্যমে সেন্ট জেভিয়ার্স প্রাঙ্গণে সমাপ্তি ঘটবে এ কর্মসূচির।

অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি - dainik shiksha চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.019938945770264