ভেটেরিনারি চিকিৎসকদের হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হবে : শিক্ষামন্ত্রী - দৈনিকশিক্ষা

ভেটেরিনারি চিকিৎসকদের হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ইন্টার্ন ও ভেটেরেনারি শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করতে টিচিং এন্ড ট্রেইনিং পেট হসপিটাল এন্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করো হয়েছে। বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানিতেও এটি নতুন সুযোগ সৃষ্টি করবে। রোববার (২৮ অক্টোবর) ঢাকার পূর্বাচলে টিচিং এন্ড ট্রেইনিং পেট হসপিটাল এন্ড রিসার্চ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

পোষা প্রাণি চিকিৎসা সেবা প্রদানে টিচিং এন্ড ট্রেইনিং পেট হসপিটাল এন্ড রিসার্চ সেন্টার দেশে প্রথম হাসপাতাল। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)-এর উদ্যোগে এটি প্রতিষ্ঠা করা হয়েছে।  

শিক্ষামন্ত্রী বলেন, এ হাসপাতালে খরগোশ, কুকুর-বিড়াল এবং বিভিন্ন ধরনের পোষা পাখির চিকিৎসা দেয়া হবে এবং পেট-বাহিত বিভিন্ন রোগ নিয়েও গবেষণার সুযোগ থাকবে। তিনি বলেন, বাংলাদেশে বিরাট সংখ্যায় পোষা প্রাণি  রয়েছে। এগুলোর চিকিৎসার প্রয়োজন হয়। কিন্তু তাদের চিকিৎসা দেয়ার জন্য কোন হাসপাতাল ছিল না। এখানে এর চাহিদা রয়েছে। এ হাসপাতালে পোষা প্রাণির চিকিৎসা সেবা প্রদানের সব ধরনের অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকবে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, দেশের প্রাণিসম্পদের উন্নয়ন, চিকিৎসা এবং এ বিষয়ক গবেষণা এ বিশ্ববিদ্যালয়ের কাজ। পেট হসপিটাল ও রিসার্চ সেন্টার এ বিশ্ববিদ্যালয়ের একটি ব্যতিক্রমী উদ্যোগ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ বক্তব্য দেন। 

ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0034160614013672