ভোটার তথ্য সংশোধনে শিক্ষা বোর্ডের অনাপত্তিপত্র লাগবে - দৈনিকশিক্ষা

ভোটার তথ্য সংশোধনে শিক্ষা বোর্ডের অনাপত্তিপত্র লাগবে

দৈনিকশিক্ষা ডেস্ক |

এখন থেকে কমপক্ষে এসএসসি বা সমমানের শিক্ষা সনদধারী ভোটারদের ভোটার তথ্য সংশোধন করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কাছ থেকে অনাপত্তিপত্র নেবে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। আজ  বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে তারা এই সিদ্ধান্ত জানিয়েছে। । 

ইসির নিবন্ধন অনুবিভাগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অনুবিভাগের মহাপরিচালক সাইদুল ইসলাম  সাংবাদিকদের বলেন, ‘কেউ নিজের নাম, বয়স ইত্যাদি পরিবর্তন করতে চাইলে আমরা তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য প্রযোজ্য ক্ষেত্রে এসএসসির সনদের ওপর জোর দিয়ে থাকি। কিন্তু সেই সনদ আসল না নকল, সেটা বোঝার উপায় থাকে না। সে জন্যই এ ধরনের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের সহযোগিতা নেব। তারা অনাপত্তিপত্র দিলে আবেদনকারীর তথ্য সঠিক বলে ধরে নেওয়া হবে। বিষয়টি আমরা কয়েক দিনের মধ্যেই প্রস্তাব আকারে কমিশনের বৈঠকে উপস্থাপন করব। আশা করি, কমিশন অনুমোদন করবে।’

ইসির নিবন্ধন অনুবিভাগ সূত্র জানায়, সাধারণ শিক্ষা বোর্ডের তথ্য ১৯৯৬ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত তাদের নিজস্ব সার্ভারে পাওয়া যায়। প্রয়োজনীয় ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য ইসির কর্মকর্তারা এসব বোর্ডের সার্ভারে ঢুকতে পারেন। তবে ১৯৯৬ সালের আগে পাস করা ব্যক্তিদের তথ্য বোর্ডের সার্ভারে নেই। এর বাইরে কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকেও সমমানের শিক্ষা সনদ দেওয়া হয়। কিন্তু এসব সনদসংক্রান্ত তথ্য সংরক্ষণ করার জন্য নিজস্ব কোনো সার্ভার এই তিন বোর্ডের নেই।

বৈঠক সূত্র জানায়, নিবন্ধন অনুবিভাগ সার্ভার তৈরি করে পাস করা শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণের ওপর তাগিদ দিয়েছে।

বৈঠকে নিবন্ধন অনুবিভাগের পক্ষ থেকে কোনো শিক্ষার্থীর বয়স ১৮ বা তার বেশি হলে ভর্তির জন্য জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি জমা দেওয়ার বাধ্যতামূলক করার অনুরোধ জানানো হয়েছে। আর যাঁদের এনআইডি থাকবে না, তাঁদের নিবন্ধন অনুবিভাগ থেকে পৃথক সনদ গ্রহণ করে ভর্তির আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়ার নিয়ম চালু করার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে সাইদুল ইসলাম বলেন, ‘যাদের বয়স ১৮ বা তার বেশি, এমন শতভাগ লোককে ইসি নিবন্ধিত করেছে। সুতরাং কেউ যদি বলে তার এনআইডি নেই, সেটা গ্রহণযোগ্য হওয়া উচিত নয়। আমরা বলেছি, এ ধরনের ক্ষেত্রে ইসির সনদ ছাড়া শিক্ষার্থীদের ভর্তি করা যাবে না। প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজেদের ই-মেইল ব্যবহার করে এ বিষয়ে ইসির সহযোগিতা নিতে পারবে।’

স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0049729347229004