মডেল টেস্টের নামে অর্থ আদায়ের অভিযোগ - Dainikshiksha

মডেল টেস্টের নামে অর্থ আদায়ের অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি |

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় দুটি মাধ্যমিক বিদ্যালয়ে মডেল টেস্টের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ করেছেন শিক্ষার্থীদের অভিভাবকেরা। এ নিয়ে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

ওই বিদ্যালয় দুটি হলো উপজেলার কলিয়া ইউনিয়নের তালুকনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং কলিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়।

গত বৃহস্পতিবার সকালে তালুকনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে গেলে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা জানান, এই বিদ্যালয়ে সাধারণ ও ভোকেশনাল এই দুটি শাখা রয়েছে। এর মধ্যে সাধারণ শাখায় (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) শিক্ষার্থী ৪৭৭ জন এবং ভোকেশনাল শাখায় (নবম ও দশম শ্রেণি) ১১৩ জন। মডেল টেস্ট পরীক্ষার নামে সাধারণ শাখার ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির ২৬৫ জন শিক্ষার্থীর প্রত্যেকের কাছ থেকে ৩০০ টাকা করে মোট ৭৯ হাজার ৫০০ টাকা আদায় করা হয়েছে। নবম ও দশম শ্রেণির ১০২ জন শিক্ষার্থীর প্রতিজনের কাছ থেকে ৩৫০ টাকা করে মোট ৩৫ হাজার ৭০০ টাকা আদায় করা হয়।

আর ভোকেশনাল শাখায় ১১৩ জন শিক্ষার্থীর প্রতিজনের কাছ থেকে ২৫০ টাকা করে মোট ২৮ হাজার ২৫০ টাকা আদায় করা হয়েছে। বিদ্যালয়ের দেয়া হিসাব অনুযায়ী, দুটি শাখায় মোট ৫৯০ জন শিক্ষার্থীর কাছ থেকে মডেল টেস্ট পরীক্ষার নামে ১ লাখ ৪৩ হাজার ৪৫০ টাকা আদায় করে বিদ্যালয় কর্তৃপক্ষ। গত ১৫ থেকে ২৯ এপ্রিলের মধ্যে এই পরীক্ষা নেওয়া হয়।

 দুজন অভিভাবক বলেন, সরকারের নির্দেশনা অমান্য করে বিদ্যালয়ে মডেল টেস্ট পরীক্ষার নামে প্রায় দেড় লাখ টাকা আদায় করা হয়েছে। তাদের সন্তানও এই বিদ্যালয়ে লেখাপড়া করে। তারাও টাকা দিয়েছেন। তাদের মতো আরও কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, দরিদ্র পরিবারের সন্তানদের কাছ থেকে পরীক্ষার নামে আদায় করা টাকা বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং শিক্ষকেরা হাতিয়ে নিয়েছেন।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক সত্যেন্দ্রনাথ সরকার এ  বিষয়ে জানতে চাইলে বলেন, ছাত্রছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নেই এই পরীক্ষা ও সেই বাবদ টাকা নেয়া হয়েছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল কুদ্দুস মিয়া বলেন, কমিটির মৌখিক সিদ্ধান্তে টাকা নেয়া হয়েছে। বিদ্যালয়ের উন্নয়নে এই টাকা ব্যয় করা হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার মান ভালো করতেই গত মঙ্গলবার পরীক্ষা নেওয়া হয়। শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অর্থ পরীক্ষার কাজেই ব্যয় করা হয়েছে বলে তিনি দাবি করেন।

এসব বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, মডেল টেস্ট পরীক্ষা এবং এ বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করার কোনো বিধান নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার - dainik shiksha মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0068919658660889