মহাকাশে গিয়েও ব্যাংক অ্যাকাউন্টে অনুপ্রবেশ, তদন্তে নাসা - Dainikshiksha

মহাকাশে গিয়েও ব্যাংক অ্যাকাউন্টে অনুপ্রবেশ, তদন্তে নাসা

দৈনিকশিক্ষা ডেস্ক |

মহাকাশে গিয়ে একজন নভোচারী তার সাবেক জীবন সঙ্গীর ব্যাংক এ্যাকাউন্টে অনুপ্রবেশের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। আর এই অভিযোগেই তার বিরুদ্ধে তদন্তে নেমেছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। সম্ভবত এটাই মহাকাশে গিয়ে ঘটানো প্রথম অপরাধ যার তদন্তে করছে নাসা। 

নিউ ইয়র্ক টাইমস পত্রিকার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মহাকাশচারী অ্যানি ম্যাক্লেইন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে তার সাবেক জীবনসঙ্গী সামার ওর্ডেন এর ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করেন। আর এই ঘটনায় মার্কিন ফেডারেল ট্রেড কমিশনের কাছে অভিযোগ দায়ের করেন সামার।

নভোচারি ম্যাক্লেইন ঐ অ্যাকাউন্টে ঢোকার কথা স্বীকার করেন। কিন্তু তিনি দাবি করেন যে এর মাধ্যমে কোন আইন ভঙ্গ হয়নি।

ম্যাক্লেইন আইনজীবীর মাধ্যমে নিউ ইয়র্ক টাইমসকে বলেন, ‘তিনি মহাকাশ থেকে সামার ওয়ার্ডেনের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেখতে চেয়েছেন যে সেখানে সংসার এবং তাদের সন্তানের পেছনে খরচের জন্য যথেষ্ট টাকাপয়সা রয়েছে কী না।’

এই ঘটনার পর ম্যাক্লেইন পৃথিবীতে ফিরে এসেছেন। ওয়ার্ডেনের অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে নাসা। কর্তৃপক্ষ তাদের দুজনের সাথেই কথা বলেছে।

অ্যানি ম্যাক্লেইন মার্কিন সামরিক অ্যাকাডেমি ওয়েস্ট পয়েন্ট-এর গ্র্যাজয়েট। পাশ করার পর সেনাবাহিনীর পাইলট হিসেবে তিনি ইরাকে ৮০০ ঘণ্টা যুদ্ধকালীন দায়িত্ব পালন করেন। ওয়ার্ডেন সামারা মার্কিন বিমান বাহিনীর গোয়েন্দা কর্মকর্তা।

তারা দুজনেই নারী এবং সমকামী। ২০১৪ সালে তারা বিয়ে করেন এবং ২০১৮ সালে বিবাহ বিচ্ছেদ হয় তাদের।

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জবি ছাত্রীর আত্মহত্যা: শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার - dainik shiksha ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জবি ছাত্রীর আত্মহত্যা: শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জবি ছাত্রীর আত্মহত্যা: শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার - dainik shiksha ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জবি ছাত্রীর আত্মহত্যা: শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার অবন্তিকার আত্মহত্যা: সাতদিনের মধ্যে তদন্ত সম্পন্নের আশ্বাস জবি উপাচার্যের - dainik shiksha অবন্তিকার আত্মহত্যা: সাতদিনের মধ্যে তদন্ত সম্পন্নের আশ্বাস জবি উপাচার্যের হয়রানির প্রতিকার চেয়েও ফল পাননি অবন্তিকা, অভিযোগ মায়ের - dainik shiksha হয়রানির প্রতিকার চেয়েও ফল পাননি অবন্তিকা, অভিযোগ মায়ের নতুন শিক্ষাক্রম: শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়লে মিলছে না মূল্যায়ন - dainik shiksha নতুন শিক্ষাক্রম: শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়লে মিলছে না মূল্যায়ন মূল্যায়ন বুঝলেও নৈপুণ্য অ্যাপে চ্যালেঞ্জের মুখে শিক্ষকরা - dainik shiksha মূল্যায়ন বুঝলেও নৈপুণ্য অ্যাপে চ্যালেঞ্জের মুখে শিক্ষকরা ‘পড়তে ও লিখতে’ শেখা প্রকল্প কেনো - dainik shiksha ‘পড়তে ও লিখতে’ শেখা প্রকল্প কেনো please click here to view dainikshiksha website Execution time: 0.0041680335998535