মাদকবিরোধী কমিটির প্রতিবেদন চেয়েছে অধিদপ্তর - দৈনিকশিক্ষা

মাদকবিরোধী কমিটির প্রতিবেদন চেয়েছে অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক |

শিক্ষার্থীদের ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের আগ্রাসন থেকে দূরে রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গঠিত মাদকবিরোধী কমিটির কার্যক্রম দৃশ্যমান ও গতিশীল করার নির্দেশ দিয়েছে সরকার। এ প্রেক্ষিতে কমিটির কার্যক্রমের অগ্রগতির প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর থেকে দেশের সব জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। 

জানা গেছে, আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০তম সভায় শিক্ষার্থীদের ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের আগ্রাসন থেকে দূরে রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গঠিত মাদকবিরোধী কমিটির কার্যক্রম দৃশ্যমান ও গতিশীল করার সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বলা হয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে। এদিকে, আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নতুন কমিটি গঠিত হয়েছে।


 
নতুন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১ম সভায় আগের কমিটির ২০তম সভার সিদ্ধান্তের বিষয়ে অগ্রগতির প্রতিবেদন প্রয়োজন। এ লক্ষ্যে ২০তম সভার সিদ্ধান্তের অগ্রগতির প্রতিবেদন চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। 

এ প্রেক্ষিতে গত ২৫ মার্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গঠিত মাদকবিরোধী কমিটির কার্যক্রম দৃশ্যমান ও গতিশীল করার অগ্রগতির প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের কাছে এ বিষয়ে প্রতিবেদন চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ৩ কর্মদিবসের মধ্যে অধিদপ্তরে এ বিষয়ে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে শিক্ষা কর্মকর্তাদের। প্রতিবেদনের সফটকপি ই-মেইলে ও ডাকযোগে হার্ডকপি পাঠাতে হবে অধিদপ্তরে।  

উল্লেখ্য, ২০১৮ খ্রিষ্টাব্দের ৪ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে মাদকবিরোধী কমিটি গঠনসহ ৫ দফা নির্দেশনা পাঠানো হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। নির্দেশনা অনুযায়ী, সব শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী কমিটি গঠন, শিক্ষকদের প্রশিক্ষণসহ অন্যান্য সকল প্রশিক্ষণে মাদকের কুফল বিষয়ে একটি সেশন চালু, শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করাসহ শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্তকরণ ও মাসিক ভিত্তিতে প্রতিবেদন সংগ্রহ করতে বলা হয়েছিল। 

এ কার্যক্রমে গতিশীলতা আনতে গত অক্টোবরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতি মাসে মাদকবিরোধী কমিটির সভার অয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছিল। বিভিন্ন ধরনের মাদকের আগ্রাসন থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অ্যাসেম্বলিতে মাদকবিরোধী আলোচনাসহ মাদক বিষয়ক রচনা প্রতিযোগিতা, দেয়াল পত্রিকা লিখন, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অয়োজন; শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্থায়ী ব্যানার, ফেস্টুন, পোস্টার লাগিয়ে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরা এবং শিক্ষার্থীদের মাদকবিরোধী স্টিকার, বুকলেট ও লিফলেট বিতরণ; পাঠদানের তালিকায় মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে ক্লাস নেওয়া এবং একজন শিক্ষককে এ বিষয়টি মনিটরিং ও ফলোআপের দায়িত্ব প্রদানের নির্দেশ দিয়েছিল সরকার। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে প্রতি মাসে ২টি উদ্বুদ্ধকরণ সভার অয়োজন করার নির্দেশ দেয়া হয়েছিল প্রতিষ্ঠান প্রধানদের।   

এ প্রেক্ষিতে, গত নভেম্বরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০ তম সভায় শিক্ষার্থীদের ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের আগ্রাসন থেকে দূরে রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গঠিত মাদকবিরোধী কমিটির কার্যক্রম দৃশ্যমান ও গতিশীল করার সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বলা হয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে। 

হাইকোর্টের আদেশ পেলে আইনি লড়াইয়ে যাবে বুয়েট: উপ-উপাচার্য - dainik shiksha হাইকোর্টের আদেশ পেলে আইনি লড়াইয়ে যাবে বুয়েট: উপ-উপাচার্য প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে ভূমির জটিলতা সমাধানে ভূমিকা রাখবেন নবম শ্রেণির শিক্ষার্থীরা - dainik shiksha ভূমির জটিলতা সমাধানে ভূমিকা রাখবেন নবম শ্রেণির শিক্ষার্থীরা সর্বজনীন শিক্ষক বদলি চালু হোক - dainik shiksha সর্বজনীন শিক্ষক বদলি চালু হোক ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি - dainik shiksha ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি রায় জালিয়াতি করে পদোন্নতি: শিক্ষা কর্মকর্তা গ্রেফতার - dainik shiksha রায় জালিয়াতি করে পদোন্নতি: শিক্ষা কর্মকর্তা গ্রেফতার কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0053598880767822