মাদরাসা ও কারিগরি শিক্ষায় সাড়ে ৭ হাজার কোটি টাকা বরাদ্দ - Dainikshiksha

মাদরাসা ও কারিগরি শিক্ষায় সাড়ে ৭ হাজার কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক |

আগামী ২০১৯-২০২০ অর্থবছরে মাদরাসা ও কারিগরি শিক্ষা খাতে ৭ হাজার ৪৫৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা গত বছরের থেকে এক হাজার ৬৯৬ কোটি টাকা বেশি। গত অর্থবছরে ছিল ৫ হাজার ৭৫৮ কোটি টাকা। বৃহস্পতিবার (১৩ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন।

বাজেট প্রস্তাবে বলা হয়, সরকার মাদরাসা শিক্ষার উন্নয়ন ও আধুনিকায়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। মাদরাসাগুলোর অবকাঠামো উন্নয়ন ও মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর করার লক্ষ্যে দাখিল স্তরে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে। দেশে ১ হাজার ৮০০টি মাদরাসার নতুন ভবন নির্মাণ করা হচ্ছে।

প্রস্তাবে আরও বলা হয়, মানসম্পন্ন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণের জন্য উদ্যোগ নেয়া হয়েছে সরকার। আইসিটি খাতসহ বিকাশমান প্রযুক্তিসমূহ কারিগরি জনশক্তি প্রয়োজন মেটাতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর জোর দিয়েছে সরকার। এক্ষেত্রে বৈচিত্র আনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে ছাত্রছাত্রীদের উপবৃত্তি প্রদান করা হচ্ছে। এছাড়া গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের এককালীন অনুদান প্রদান করা হচ্ছে। এছাড়া বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ এবং ইংরেজি ও গণিত শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। কারিগরি শিক্ষার প্রসার ও মানোন্নয়নের লক্ষ্যে ষষ্ঠ শ্রেণি থেকে আইসিটিকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

প্রস্তাবে আরও বলা হয়, দক্ষ জনবল তৈরির জন্য দেশের প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল স্থাপনের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে দুই হাজার ২৮১ কোটি টাকা ব্যয়ে ১০০টি উপজেলায় টেকনিক্যাল স্কুল স্থাপনের কাজ চলছে। ভূমি জরিপ শিক্ষার উন্নয়ন, ২৩টি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ৬৪ টেকনিক্যাল স্কুল কলেজের সক্ষমতা বৃদ্ধির কাজ চলছে। এছাড়া সিলেট-বরিশাল-রংপুর-ময়মনসিংহ এ চারটি বিভাগীয় শহরে একটি করে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে। 

এবারও গতবারের তুলনায় বাড়েছে বাজেটের আকার। প্রথমবারের মতো পাঁচ লাখ কোটি টাকা ছাড়িয়েছে বাজেট। এবারের বাজেটের মোট পরিমাণ ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ - dainik shiksha প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার - dainik shiksha তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি নতুন শিক্ষাক্রম ও কিছু কথা - dainik shiksha নতুন শিক্ষাক্রম ও কিছু কথা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার - dainik shiksha স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য - dainik shiksha শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন - dainik shiksha নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন please click here to view dainikshiksha website Execution time: 0.0082619190216064