মাদ্রাসা অধিদপ্তরে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পদায়ন চায় বিসিএস সমিতি - দৈনিকশিক্ষা

মাদ্রাসা অধিদপ্তরে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পদায়ন চায় বিসিএস সমিতি

নিজস্ব প্রতিবেদক |

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সব পদে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পদায়নের দাবি জানিয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি অধ্যাপক  আই কে সেলিম উল্লাহ খোন্দকার। একইসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ন্যায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি প্রণয়ন করতে হবে। 

২ জুন দৈনিকশিক্ষার এক প্রশ্নের জবাবে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, মাদ্রাসা অধিদপ্তরের প্রতিষ্ঠাকাল থেকেই আমি এর মহাপরিচালকসহ সব পদে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পদায়নের পক্ষে কথা বলে এসেছি। যদিও ওই সময়ে (২০১৪ খ্রিস্টাব্দে) আমি সমিতির কোনও পদে ছিলাম না। কিন্তু ওই সময়ে দৈনিকশিক্ষাকে দেয়া সাক্ষাতকারে আমি একই দাবির কথা জানিয়েছিলাম। 

সভাপতি বলেন, ২০১৬ খ্রিস্টাব্দের ১ আগস্ট শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে সাক্ষাতকালে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত লিখিত দাবীনামায় মাদ্রাসা অধিদপ্তরের বিষয়টিও ছিলো। 

সভাপতি বলেন, আজ আপনারা দেখতে পাচ্ছেন নবগঠিত একটি অধিদপ্তরের কী অবস্থা !  প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রাসার উন্নতিকল্পে আলাদা অধিদপ্তর প্রতিষ্ঠা করেছেন। এখন যদি ব্যক্তির অদক্ষতায় এর সুফল ভোগ না করা যায় তার দায় কে নেবে? 

জানা যায়, ২০১০ খ্রিস্টাব্দে সরকার মাদ্রাসা শিক্ষার জন্য আলাদা অধিদপ্তর করা ঘোষণা দেয়। আর ২০১৫ খ্রিস্টাব্দের মে মাসে  জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. বিল্লাল হোসেনকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রথম মহাপরিচালক (ডিজি) নিয়োগের আদেশ জারি করে। অদ্যাবধি বিল্লাল হোসেনই মহাপরিচালক পদে রয়েছেন। 

২০১৪ খ্রিস্টাব্দের জুলাই মাসে এই অধিদপ্তরের জন্য মহাপরিচালকসহ ৫০টি পদের অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। ইবতেদায়ি থেকে কামিল পর্যন্ত শিক্ষার জন্য মাদ্রাসার সংখ্যা ১৭ হাজার ৯০৭টি। এগুলোতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬৫ লাখ। এগুলোর মধ্যে  সাত হাজার সাতশর মতো প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা (এমপিও) বাবদ কোষাগার থেকে অনুদান দেয়া হয়।

নিয়োগসহ নানাবিধ কাজ করে মাদ্রাসা অধিদপ্তর।

এদিকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. বিল্লাল হোসেনের বিরুদ্ধে উত্থাপিত জামাত নেতার সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রী আজ শনিবার (২ জুন) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীরকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি গঠন এবং কমিটি কর্তৃক দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
 
গত ২৮ মে রাজধানীর ইস্কাটন এলাকার রেডক্রিসেন্ট বোরাক টাওয়ারে অবস্থিত মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক তার নিজ দপ্তরে জামাত নেতা ও বিভিন্ন মামলার আসামী কামাল উদ্দিন জাফরীর সঙ্গে গোপন বৈঠক করেন। সর্বপ্রথম দৈনিকশিক্ষায় প্রতিবেদন প্রকাশ হয়। 
স্কুল-কলেজ, মাদরাসা খুলবে ২৮ এপ্রিল - dainik shiksha স্কুল-কলেজ, মাদরাসা খুলবে ২৮ এপ্রিল সাত দিন বন্ধ ঘোষণা প্রাথমিক বিদ্যালয় - dainik shiksha সাত দিন বন্ধ ঘোষণা প্রাথমিক বিদ্যালয় দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি নতুন শিক্ষাক্রম ও কিছু কথা - dainik shiksha নতুন শিক্ষাক্রম ও কিছু কথা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার - dainik shiksha স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য - dainik shiksha শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন - dainik shiksha নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন please click here to view dainikshiksha website Execution time: 0.0066721439361572