মানসম্মত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি চালুর বিষয়ে ভাবছে সরকার - Dainikshiksha

মানসম্মত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি চালুর বিষয়ে ভাবছে সরকার

নিজস্ব প্রতিবেদক |

মানসম্মত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি গবেষণা চালুর বিষয়ে সরকার চিন্তা ভবনা করছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, বোর্ড অব ট্রাস্টির কোনো কোনো সদস্যের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের কোটি কোটি টাকা ব্যয় করে কেনা গাড়ি চালানোর অভিযোগ আছে। অনেক কিছু আইনের অভাবে আমরা ধরতে পারি না। এসব বিষয়ে কাজ করার দায়িত্ব আছে গণমাধ্যমের। গণমাধ্যম এসব বিষয় তুলে আনলে সামাজিক চাপ তৈরি হয়। সরকারেরও ব্যবস্থা নিতে সুবিধা হয়। তবে, বেশকিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় ভালো করছে। যারা ভালো করছে ও মান নিশ্চিত করছে তারা যাতে এমফিল-পিএইচডি গবেষণা আহ্বান করতে পারে সে বিষয়টি নিয়ে সরকার ভাবছে।

বুধবার (৩১ জুলাই) সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে বনানী ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গুণগত শিক্ষা নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, কোনো কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে কথা আসছে তারা বিদেশে গিয়ে সিন্ডিকেটসহ বিভিন্ন মিটিং করে থাকে। ওইসব মিটিংয়ের জন্য মোটা অঙ্কের টাকা সিটিং অ্যালাউন্স হিসেবে নেয়ার খবরও আছে। এমন বিশ্ববিদ্যালয়ও আছে যেখানে ১০-২০টি অতিরিক্ত কমিটি গঠন করা হয়। ওইসব কমিটিতে আবার বোর্ড অব ট্রাস্টের সদস্য বা তাদের আত্মীয়স্বজন থাকেন। সেইসব কমিটির বৈঠক থেকেও সিটিং অ্যালাউন্সের নামে টাকা নেয়া হয়। এভাবে প্রতি মাসে সম্মানী হিসেবেই ২০-৩০ লাখ টাকা নেয়ার অভিযোগ রয়েছে। 

সেমিনারে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. শহীদুল্লাহ ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম।

ইউজিসির চেয়ারম্যান ড. শহীদুল্লাহ বলেন, আগে চক আর ব্লাক বোর্ডে লিখতেন শিক্ষকরা। সেটারও ঘাটতি ছিল। এখন মাল্টিমিডিয়াসহ আধুনিক সরঞ্জামে শিক্ষকরা পাঠদান করেন। কিন্তু এরপরও শিক্ষার মান নিয়ে প্রশ্ন আছে। 

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে স্থায়ী শিক্ষক নিয়োগের আহ্বান জানিয়ে ইউজিসির চেয়ারম্যান আরও বলেন, বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা পড়াতে আসেন সরকারি বিশ্ববিদ্যালয় থেকে। যারা আসেন তারা জানেন যে, তারা টাকার বিনিময়ে পড়াতে আসছেন। এতে দু’পক্ষই ক্ষতিগ্রস্ত হয়।

জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ - dainik shiksha পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা - dainik shiksha হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে - dainik shiksha সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ - dainik shiksha উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন - dainik shiksha জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো - dainik shiksha ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা - dainik shiksha তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা please click here to view dainikshiksha website Execution time: 0.0035181045532227