মেয়াদোত্তীর্ণ এনআইডি নবায়ন করা যাবে বিনা মূল্যে - দৈনিকশিক্ষা

মেয়াদোত্তীর্ণ এনআইডি নবায়ন করা যাবে বিনা মূল্যে

নিজস্ব প্রতিবেদক |

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মেয়াদ শেষ হলেও মেয়াদোত্তীর্ণের কারণে সেবা পেতে কোনো অসুবিধা হবে না। এনআইডি নবায়নে নাগরিকদের ছাড় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২০১২ সালে ৯ কোটি ভোটারের জন্য স্মার্ট জাতীয় পরিচয়পত্রের প্রকল্প হাতে নেয় ইসি। এরপর যারাই ভোটার হয়েছেন তাদের দুই বছরের জন্য সাময়িক এনআইডি প্রদান করে আসছিল ইসি।

ইসি কর্মকর্তারা জানান, ২০১৭ সালে ভোটার তালিকা হালনাগাদের পর নতুন ভোটারদের দুই বছরমেয়াদি লেমিনেটেড এনআইডি দেওয়া হয়। ইসির পরিকল্পনা ছিল নতুন ভোটারদের দুই বছরের মধ্যেই স্মার্ট এনআইডি কার্ড সরবরাহ করবে। কিন্তু তাদের ঐ উদ্যোগ সফল হয়নি। আইন অনুযায়ী, মেয়াদ শেষ হলে নির্দিষ্ট অর্থ পরিশোধ করে এনআইডি নবায়নের বিধান রয়েছে। অনেকের এনআইডির মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে। ফলে তারা বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছিলেন। তাই ‘আপাতত’ নবায়নের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। এছাড়া সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে মেয়াদোত্তীর্ণজনিত কারণে কাউকে সেবা প্রদান থেকে বিরত না থাকার নির্দেশনাও দিয়েছে নির্বাচন কমিশন।

এনআইডি অনুবিভাগের কমিউনিকেশন শাখার অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান জানান, যেসব সাময়িক জাতীয় পরিচয়পত্রের মেয়াদ দুই বছর ছিল, তার মেয়াদ অনির্দিষ্ট সময়ের জন্য বর্ধিত করা হলো। ফলে সকল প্রকার সাময়িক জাতীয় পরিচয়পত্র এখন থেকে বৈধ হিসেবে বিবেচিত হবে। সব সেবাদানকারী প্রতিষ্ঠান সেবা গ্রহীতার কার্ড এনআইডি সিস্টেম থেকে চেক করে প্রয়োজনীয় সেবা প্রদান করতে পারবেন। মেয়াদের কারণে কাউকে সেবা থেকে বঞ্চিত না করার অনুরোধ করা হয়েছে।

এছাড়াও যাদের জাতীয় পরিচয়পত্রের পেছনে মেয়াদ উল্লেখ আছে তারা প্রয়োজনে https://services.nidw.gov.bd লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করে ডাউনলোড অপশন থেকে বিনা মূল্যে জাতীয় পরিচয়পত্র (মেয়াদ উল্লেখ ব্যতীত ও অফিস থেকে প্রাপ্ত কার্ডের মতো রঙিন) ডাউনলোড পূর্বক মুদ্রণ ও লেমিনেটিং করে ব্যবহার করতে পারবেন।

জাতীয় পরিচয় নিবন্ধন আইনে এনআইডি মেয়াদ উল্লেখ করা হয়েছে ইস্যুর তারিখ থেকে ১৫ বছর। কিন্তু লেমিনেটিং করা এনআইডির পেছনে দুই বছর মেয়াদ দিয়েও অনেককে কার্ড সরবরাহ করেছে ইসি। যদিও এখন ২০০৮ সালের মতো লেমিনেটেড এনআইডিতে শুধু ইস্যুর তারিখ উল্লেখ করা হচ্ছে।

উল্লেখ্য, দেশে বর্তমান ভোটার সংখ্যা ১১ কোটি। যার মধ্যে প্রায় ১০ কোটি নাগরিকের এনআইডি রয়েছে। এদের অর্ধেক পেয়েছে স্মার্টকার্ড।

ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার - dainik shiksha মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0035619735717773