যথাসময়ে দুই কোটি বই ছাপা অনিশ্চিত - Dainikshiksha

যথাসময়ে দুই কোটি বই ছাপা অনিশ্চিত

নিজামুল হক |

অক্টোবরের শেষ সপ্তাহে এসেও নবম-দশম শ্রেণির পরিমার্জিত ১২টি পাঠ্যপুস্তক ছাপার কাজ শুরু করা যায়নি। ফলে মন্ত্রণালয় ঘোষিত ১ জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে বইগুলো পৌঁছে দেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বই ছাপার জন্য কার্যাদেশ দিতে বিলম্ব করার কারণেই এ সমস্যা তৈরি হয়েছে। প্রেস মালিকরা এ জন্য পাঠ্যবই তদারকির দায়িত্বে থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়ী করেছেন। তারা জানিয়েছেন, জানুয়ারির শুরুতে তো নয়ই, ৩১ জানুয়ারিও বই পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

এনসিটিবির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নবম-দশম শ্রেণির ১২টি বিভিন্ন বিষয়ের জন্য ছাপতে হবে ১ কোটি ৯৪ লাখ ৬৮ হাজার ৬৯১টি বই। ১০২টি লটে ছাপা হবে। দুই মাসেরও বেশি সময় ক্ষেপণ করে এই বই ছাপার জন্য কার্যাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় চলতি মাসের শেষ সপ্তাহে। প্রেস মালিকদের নোটিফিকেশন ওয়ার্ড দেওয়া হয় গত ২৩ অক্টোবর। নিয়ম অনুযায়ী প্রেস মালিক সম্মতির জন্য এক সপ্তাহ সময় পাবেন। চুক্তির জন্য সময় পাবেন ২৮ দিন। এছাড়া বই সরবরাহের জন্য সময় পাবেন ৫৫ দিন। সে হিসাবে জানুয়ারির শেষ সপ্তাহে বই সরবরাহ করলেও আইনি সমস্যায় পড়বেন না প্রেস মালিকরা।

একাধিক প্রেস মালিক এই প্রতিবেদককে জানিয়েছেন, যারা এই নবম-দশম শ্রেণির বই ছাপার কাজ পেয়েছেন, অনেক প্রেস মালিক প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের বই ছাপারও কাজ পেয়েছেন। প্রাথমিক ও মাধ্যমিকের কার্যাদেশের বই ছাপার কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা নতুন কার্যাদেশের কাজ শুরু করবেন না। এ কারণে প্রেস মালিকরা বই ছাপার জন্য শেষ সময় পর্যন্ত কাজে লাগাবেন। ফলে জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত সময় লাগবে।

তথ্য অনুযায়ী, এই বই ছাপার জন্য ১১৭টি প্রতিষ্ঠান ৪৭২টি দরপত্র জমা দেয়। এর মধ্যে ৩৬৫টি যোগ্য প্রতিষ্ঠান নির্বাচিত করা হয়। পরবর্তীতে ৬৫ টি প্রতিষ্ঠানকে বই ছাপার কাজ দেওয়ার সিদ্ধান্ত নেয় এনসিটিবি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রেস মালিক এই প্রতিবেদককে জানিয়েছেন, এর আগে যথাসময়ে বই সরবরাহ করতে পারেনি এমন প্রতিষ্ঠানও কাজ পেয়েছে। ফলে বই ছাপার জন্য পর্যাপ্ত সক্ষমতা না থাকায় যথাসময়ে বই পেতে সমস্যা তৈরি হবে। এনসিটিবির এক শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে কার্যাদেশের ক্ষেত্রে প্রভাব বিস্তারেরও অভিযোগ রয়েছে।

তবে এনসিটিবি’র চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, ‘পরিমার্জন শেষে শিক্ষাবিদরা এই বই মন্ত্রণালয়ে হস্তান্তর করেছেন সেপ্টেম্বরে। এখনো পরিমার্জন করা হচ্ছে। বই পুরোপুরি হাতে না পাওয়ার আগে কার্যাদেশ চূড়ান্ত করা যায় না। কোন বইয়ে কত পৃষ্ঠা থাকবে, কত ফর্মা থাকবে তা জানতে হয়।’ অতীতে যথাসময়ে বই সরবরাহ করতে ব্যর্থ হয়েছে এমন প্রতিষ্ঠানকেও কাজ দেওয়া হয়েছে কেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অতীতের কাজের মূল্যায়ন করে কাজ দেওয়া হয় না।’ এনসিটিবি’র সদস্য অধ্যাপক ড. মিয়া ইনামুল হক সিদ্দিকী বলেন, ‘আমরা যথাসময়ে বই দেওয়ার লক্ষ্যেই কাজ এগিয়ে নিচ্ছি।’

তবে যারা এই ছাপার কাজ করছেন তাদের সংগঠন বলছেন ভিন্ন কথা। ছাপাখানা মালিকদের সংগঠন বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সভাপতি তোফায়েল খান বলেন, নবম-দশম শ্রেণির ১২টি বই ছাপার কাজ এমন প্রতিষ্ঠানও পেয়েছে যারা অতীতে যথাসময়ে বই দিতে পারেনি। এ কারণে আমি মনে করি নবম-দশম শ্রেণির এই বই তারা যথাসময়ে দিতে পারবেন না।

সূত্র জানায়, চলতি বছর দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের সমন্বয়ে গঠিত কমিটি’র মাধ্যমে নবম ও দশম শ্রেণির ১২টি পাঠ্যপুস্তক পরিমার্জন করে সুখপাঠ্য, আকর্ষণীয় ও সহজবোধ্য করা হয়। এই বইগুলো হচ্ছে বাংলা সাহিত্য, ইংরেজি, সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, গণিত, উচ্চতর গণিত, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, অর্থনীতি ও হিসাববিজ্ঞান। বইগুলো প্রণয়নে কাজ করেন উদ্দীপন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলী নাসরিন চৌধুরী, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, ঢাকা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান তাসলিমা বেগম, শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম এম আকাশ ও অধ্যাপক ড. মিজানুর রহমান। কমিটি বইয়ের পরিমার্জিত কপি ১২ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করে।

প্রসঙ্গত, ২০১৮ শিক্ষাবর্ষে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সম্ভাব্য মোট শিক্ষার্থী ধরা হয়েছে ৪ কোটি ৩৭ লাখ ৬ হাজার ৮৯৫ জন। তাদের জন্য ছাপানো হচ্ছে ৩৫ কোটি ৪২ লাখ ৮৫ হাজার ৯৪৯ কপি পাঠ্যবই।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0054800510406494