যুদ্ধাপরাধীর নামে স্কুল এমপিওভুক্ত, ওবায়দুল কাদেরের কাছে নালিশ - দৈনিকশিক্ষা

যুদ্ধাপরাধীর নামে স্কুল এমপিওভুক্ত, ওবায়দুল কাদেরের কাছে নালিশ

দৈনিকশিক্ষা ডেস্ক |

সুনামগঞ্জে যুদ্ধাপরাধীর নামের একটি মাধ্যমিক স্কুল এমপিওভুক্তি নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা। শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে এই নিয়ে নালিশ জানিয়েছেন তারা।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে এই বিষয়টি তাকেও জানানো হবে বলে জানিয়েছেন দলের নেতারা। 

সুনামগঞ্জে এবার ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। এর মধ্যে জেলার চিহ্নিত যুদ্ধাপরাধী জামালগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের লাল মিয়ার ছেলে জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের নামে প্রতিষ্ঠা করা আলহাজ ঝুনু মিয়া উচ্চ বিদ্যালয়ও এমপিওভুক্ত হয়েছে। এই বিদ্যালয়টি সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার জামালগঞ্জ উপজেলা সদর ইউনিয়নে অবস্থিত। ঝুনু মিয়ার পুরো নাম সামসুল আলম তালুকদার ঝুনু মিয়া। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা রয়েছে। এই মামলা তদন্ত করছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম বলেন, 'জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের প্রচেষ্টায় সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ভৈসারপাড়  এলাকায় ২০১১ সালে মতিউর রহমান কলেজের প্রতিষ্ঠা। কলেজটিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৪৪৯। কলেজে জমি আছে এক একর ৫০ শতক। দুটি ভবনে চলছে একাডেমিক কার্যক্রম। এইচএসসির ফলও প্রতিষ্ঠার পর থেকে ভালো করছে। এই কলেজ এমপিওভুক্তির তালিকায় নেই। অথচ যুদ্ধাপরাধীর নামে প্রতিষ্ঠা করা আলহাজ ঝুনু মিয়া উচ্চ বিদ্যালয় ৩৭৮ জন শিক্ষার্থী নিয়েই এমপিওভুক্তির তালিকায় স্থান পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দলীয় সভানেত্রী দেশে এলে বিষয়টি অবগত করব আমরা।'

আলহাজ ঝুনু মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সামছুল আলম তালুকদার ঝুনু মিয়া এ প্রসঙ্গে বলেন, 'আমার বিদ্যালয় ২০১০ সালে প্রতিষ্ঠা করা। বর্তমানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ৩৭৮ জন। আমার এলাকা শিক্ষা-দীক্ষাহীন হওয়ায় একটি মাদ্রাসাও প্রতিষ্ঠা করেছি। আমি যুদ্ধাপরাধী নই। মুক্তিযুদ্ধের সময় আমি সপ্তম শ্রেণিতে পড়তাম। আমার বাবা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলেন, যুদ্ধাপরাধী ছিলেন। জলমহাল নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিহিংসাবশত আমার নামে যুদ্ধাপরাধের মামলা হয়েছে।'

জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন, 'আমার প্রতিষ্ঠা করা কলেজটি সব শর্ত পূরণ করার পরও এমপিওভুক্ত হয়নি। কিন্তু যুদ্ধাপরাধী ঝুনু মিয়ার প্রতিষ্ঠান ও সুনামগঞ্জ শহরতলির জামায়াত পরিচালিত আলহেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা এমপিওভুক্ত হওয়ায় আমি মর্মাহত।'

জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, 'এবার সুনামগঞ্জে বিপুলসংখ্যক বেসরকারি প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে, যা একসঙ্গে এর আগে কখনও হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠান সবার। জামালগঞ্জের আলহাজ ঝুনু মিয়া উচ্চ বিদ্যালয়ের নামের ক্ষেত্রে আপত্তি থাকলে এই প্রতিষ্ঠানটির নাম কোনো মুক্তিযোদ্ধা শহীদের নামে বা গ্রামের নামে হতে পারে।'

হাইকোর্টের আদেশ পেলে আইনি লড়াইয়ে যাবে বুয়েট: উপ-উপাচার্য - dainik shiksha হাইকোর্টের আদেশ পেলে আইনি লড়াইয়ে যাবে বুয়েট: উপ-উপাচার্য প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে ভূমির জটিলতা সমাধানে ভূমিকা রাখবেন নবম শ্রেণির শিক্ষার্থীরা - dainik shiksha ভূমির জটিলতা সমাধানে ভূমিকা রাখবেন নবম শ্রেণির শিক্ষার্থীরা সর্বজনীন শিক্ষক বদলি চালু হোক - dainik shiksha সর্বজনীন শিক্ষক বদলি চালু হোক ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি - dainik shiksha ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি রায় জালিয়াতি করে পদোন্নতি: শিক্ষা কর্মকর্তা গ্রেফতার - dainik shiksha রায় জালিয়াতি করে পদোন্নতি: শিক্ষা কর্মকর্তা গ্রেফতার কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.031520128250122