রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজ - দৈনিকশিক্ষা

রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক |

রাজধানীর কলাবাগান এলাকা থেকে গত বুধবার শিবলী সাজ্জাদ নামের নর্থ সাউথ ইউনিভার্সিটির এক ছাত্র নিখোঁজ হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হয়ে আর বাসায় ফেরেননি। এ ঘটনায় বুধবার রাতে কলাবাগান থানায় একটি জিডি করেছেন শিবলী সাজ্জাদের মামা রেজাউর রহমান।

জিডিতে বলা হয়েছে, শিবলী খুবই শান্ত ও নিরীহ প্রকৃতির ছেলে। বুধবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় তিনি নিখোঁজ হন। তাঁর পরনে ছিল সাদা টি-শার্ট ও কালো প্যান্ট। বাসায় তাঁর মাকে বলে গিয়েছিলেন, দুপুর আড়াইটার মধ্যে বাসায় ফিরবেন। তবে আর ফিরে আসেননি।

এ বিষয়ে তাঁর মামা রেজাউর রহমান বলেন, ‘শিবলী সাজ্জাদ বিবিএর ছাত্র। বুধবার তার পরীক্ষা ছিল। পরীক্ষা দেয়ার জন্য সে সকাল ৮টার দিকে বাসা থেকে বেরিয়ে যায়। দুপুরে বাসায় না ফিরলে সন্দেহ হয়। তাকে ফোন করলে ফোন বন্ধ পাওয়া যায়। এর পর থেকে আত্মীয়-স্বজনের বাসা, হাসপাতাল ইত্যাদি জায়গায় খোঁজ নেয়া হয়। কিন্তু কোথাও পাওয়া যায়নি। পরে আমি থানায় জিডি করেছি।’

শিবলী সাজ্জাদের বাবা শরীফ শাহজাদ কাতারে চাকরি করেন। সেখানে তিনি কিডনি রোগে আক্রান্ত হওয়ায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁর মা জেসমিন রহমান একমাত্র ছেলে শিবলীকে নিয়ে কলাবাগানের বাসায় থাকেন। ছেলে নিখোঁজ হওয়ার পর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে জিডির তদন্তকারী কর্মকর্তা কলাবাগান থানার সাব-ইন্সপেক্টর মনসুর মানিক বলেন, ‘তাঁকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তাঁর মোবাইল ফোন কললিস্ট বের করে দেখা হবে কার কার সঙ্গে কথা বলেছিলেন।’

ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0070512294769287