লকডাউন এলাকায় ব্যাংক বন্ধ থাকবে - দৈনিকশিক্ষা

লকডাউন এলাকায় ব্যাংক বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক |

করোনা ভাইরাস সংক্রমণরোধে প্রশাসন যেসব এলাকা লকডাউন করবে ওই এলাকায় সব ব্যাংকের শাখা বন্ধ থাকবে।

বুধবার (৮ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংক মৌখিকভাবে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ তথ্য জানিয়েছে। পরে ব্যাংকগুলো এ সংক্রান্ত স্ব স্ব অফিসিয়াল আদেশ জারি করেছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবু ফরাহ মো. নাসের বলেন, সবার আগে মানুষের জীবন। করোনার সংক্রমণ রোধে প্রশাসনের সঙ্গে আলোচনা করে ব্যাংক বন্ধ রাখা যাবে। সংক্রমিত এলাকায় মানুষের যাতায়াত বন্ধ রাখতে ব্যাংক বন্ধ করা যেতেই পারে।

একই কথা বলছেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম চৌধুরী।

তিনি জানান, লকডাউন ঘোষিত সব এলাকায় ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংক্রমিত এলাকায় ব্যাংক শাখা খোলা রাখার কোনো প্রশ্নই আসে না। ব্যাংকারদের নিরাপত্তার বিষয়টি সবার আগে প্রধান্য দেয়া দরকার।

তথ্যমতে, ব্যাংক কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় রাজধানীর মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখা লকডাউন করা হয়েছে।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহম্মদ শামসুল ইসলাম জানান, ব্যাংকের প্রিন্সিপাল শাখার এক কর্মকর্তার জ্বর ছিল। পরে টেস্ট করার পর রেজাল্ট করোনা পজেটিভ পাওয়া গেছে। তাই শাখাটি লকডাউন করে দিয়েছি। যে কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তিনি ব্যাংকের বৈদেশিক লেনদেন শাখায় কাজ করতেন। তার সঙ্গে একই সময় ব্যাংকে ছিলেন ৬২ জন, তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আগামী ১৪ দিন ব্যাংক লকডাউন থাকবে। প্রিন্সিপাল শাখার কার্যক্রম মতিঝিল আমিন কোর্ট শাখায় স্থানান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, মার্কেন্টাইল ব্যাংকের দারুস সালাম শাখার এক কর্মকর্তার করোনা পজেটিভ পাওয়া গেছে। তবে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইলাম চৌধুরি জানান, শাখাটিতে ২৫ তারিখ অফিস সময় শেষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এখনও বন্ধ রয়েছে শাখাটি। তবে খোঁজ নিয়ে জানা যায়, আক্রান্ত ব্যক্তি ক্রমেই সুস্থ হয়ে উঠছেন।

কৃষি ব্যাংকের বরিশাল শাখার ইউসুফ আলী নামের এক কর্মকর্তা সম্প্রতি মারা গেছেন। বিভিন্ন মাধ্যমে লোকটি করোনায় আক্রান্ত বলে জানা গেলেও আসলে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন ব্যাংকের এমডি।

সর্বশেষ তথ্যমতে, দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২০। অপরদিকি মোট আক্রান্তের সংখ্যা ২১৮।

ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার - dainik shiksha মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0038590431213379